ভূ-ঊর্ধ্বভঙ্গ

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:৩৬, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

ভূ-ঊর্ধ্বভঙ্গ (Geanticline)  বিস্তৃত কোন ভ-ূভাগের উত্থান। এর দ্বারা এমন এক ভূখন্ডকে বোঝায় যা থেকে কোন ভূ-অবতলভঙ্গে (geosyncline) পলল উদ্ভূত হয়। ভূ-ঊর্ধ্বভঙ্গের ভাঁজগুলি অবক্ষেপ পর্ব, রূপান্তর মাত্রা, বিকৃতির শৈলী ও তীব্রতা এবং ম্যাগমীয় উপাখ্যানের ব্যাপারে কোন বিশেষ গঠনের ভিত্তিতে সমভাবে বিন্যস্ত হয়। একটি নিজস্ব সুস্পষ্ট ভাঁজ প্রকরণ, পাললিক ও রূপান্তরিত স্তর ও ম্যাগমীয় অঙ্গ সংবলিত সমান্তরাল ভূ-গাঠনিক অনুক্রম যে কোন আদর্শ গিরিজনিক বলয় বা ভূ-ঊর্ধ্বভঙ্গে দেখতে পাওয়া যায়। ভূ-ঊর্ধ্বভঙ্গের কেন্দ্রে শিলারাশির আকৃতি দারুণভাবে বিকৃত ও রূপান্তরিত এবং প্রায় ক্ষেত্রেই বেশ সচল যার ফলে প্লাস্টিক ফ্লোয়েজ, ব্যাপক হারে মিগম্যাটাইট গঠন ও গ্রানাইট ম্যাগমা প্রতিস্থাপিত হয়। প্রবীণ ভূ-ঊর্ধ্বভঙ্গে নাইস শিলার ও একটি চওড়া ঊর্ধ্বভঙ্গীয় কাঠামো নিয়ে অন্তঃস্থল গঠিত।

স্পেন থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত বিস্তৃত ধনুকাকৃতির গিরিজনিক বলয়ের অংশ হিমালয় গিরিজনিক বলয়ের, সুস্পষ্ট ভূ-গাঠনিক স্থাপত্য, শিলাস্তরতাত্ত্বিক ও বিবর্তনের ইতিহাস, ম্যাগমাতত্ত্ব ও রূপান্তরবাদ পর্ব সম্বলিত চারটি গুরুত্বপূর্ণ শিলা-গাঠনিক বলয় রয়েছে। বহিঃহিমালয় শিওয়ালিক বলয়ের দক্ষিণাঞ্চলীয় পর্বতমালাসমূহ টারশিয়ারী (বর্তমান থেকে ৬৬০ লক্ষ থেকে ২০ লক্ষ বছর আগে) ও প্রবীণ প্লাইসটোসিন (বর্তমান থেকে ২০-১ লক্ষ বছর আগে) যুগের প্রধানত শামুক জাতীয় বা মলাসকা পললে গঠিত। লোয়ার হিমালয় অংশ খুবই ভাঁজযুক্ত প্রবলভাবে ধাক্কা খাওয়া পাললিক ও রূপান্তরিত শিলা এবং বিক্ষিপ্ত প্যালিওজিন (বর্তমান থেকে ৬.৬-২.৪ কোটি বছর আগে) অবক্ষেপসহ মুখ্যত প্যালিওজোয়িক (বর্তমান থেকে ৫৭-২৪.৫ কোটি বছর আগে) ও প্রি-ক্যাম্ব্রিয়ান (বর্তমান থেকে ৫৭ কোটি বছরের চাইতেও পুরাতন) যুগের ব্যাপক পরিমাণ পাললিক আগ্নেয় ও পৃষ্ঠ আগ্নেয় শিলা দ্বারা গঠিত।

গ্রেটার হিমালয় মধ্য টারশিয়ারী গ্রানাইট উদ্বেধী শিলাসহ আলতো ভাঁজবিশিষ্ট প্রবীণ প্রি-ক্যাম্ব্রিয়ান যুগের রূপান্তরজ শিলাসমূহ দ্বারা গঠিত। গ্রেটার হিমালয়ের উত্তরে টেথিস হিমালয় পর্বতমালা নবীন প্রি-ক্যাম্ব্রিয়ান থেকে নবীন ক্রিটেসিয়াস (বর্তমান থেকে ১৪.৪-৬.৬ কোটি বছর আগে) যুগের জীবাশ্ম সমৃদ্ধ অবক্ষেপের বিপুল মজুত দিয়ে গঠিত।  [আ.স.ম উবাইদ উল্লাহ]