রাজশেখর

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:৫৩, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

রাজশেখর (আনু. ৮৮০-৯২০ খ্রি)  সংস্কৃত পন্ডিত, কবি, আলঙ্কারিক। মহারাষ্ট্রীয় যাযাবর ক্ষত্রিয়বংশে জন্ম হলেও তাঁর কর্মজীবন কাটে বাংলায়। তিনি পালরাজা মহেন্দ্রপাল (৮৯০-৯০৮) ও তাঁর পুত্র মহীন্দ্রপালের শিক্ষক ও সভাপতি ছিলেন।

রাজশেখরের পূর্বপুরুষগণও ছিলেন সুপন্ডিত ও সাহিত্যানুরাগী। তাঁর স্ত্রী অবন্তিসুন্দরী ছিলেন একজন বিদুষী মহিলা। রাজশেখর অলঙ্কারশাস্ত্রে রসবাদী ও ভরতপন্থী হিসেবে পরিচিত। তাঁর রচিত গ্রন্থগুলি: কাব্যমীমাংসা ( অলঙ্কারশাস্ত্র), বালরামায়ণ, বালভারত, কর্পূরমঞ্জরী, বিদ্ধশালভঞ্জিকা ইত্যাদি। কাব্যমীমাংসা গ্রন্থটি সংস্কৃত অলঙ্কারশাস্ত্রে একখানা বিখ্যাত ও বহুল আলোচিত গ্রন্থ। এতে কাব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। গ্রন্থটি সংস্কৃত ও বাংলা সাহিত্যের পঠনপাঠনে আজও গুরুত্বের সঙ্গে ব্যবহূত হয়।  [মনোরঞ্জন ঘোষ]