রংপুর সদর উপজেলা

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ০৬:২৯, ৬ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Robot: Automated text replacement (-'''''তথ্যসূত্র''''' +'''তথ্যসূত্র'''))

রংপুর সদর উপজেলা (রংপুর জেলা)  আয়তন: ৩৩০.৩৩ বর্গ কিমি। অবস্থান: ২৫°৩৯´ থেকে ২৫°৫০´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°০৫´ থেকে ৮৯°২০´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে গঙ্গাচড়া উপজেলা, দক্ষিণে মিঠাপুকুর উপজেলা, পূর্বে কাউনিয়া ও পীরগাছা উপজেলা, পশ্চিমে তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলা।

জনসংখ্যা ৬০০২৪০; পুরুষ ৩১৩১০২, মহিলা ২৮৭১২০। মুসলিম ৫৪১৬০৭, হিন্দু ৫৭৮৬৭, বৌদ্ধ ২৬৪, খ্রিস্টান ৮৩ এবং অন্যান্য ৪১৯। এ উপজেলায় সাঁওতাল ও ওরাওঁ আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে।

জলাশয় বুল্লাই ও ঘাঘট নদী এবং গানাকানাই ও মারিগা বিল উল্লেখযোগ্য।

প্রশাসন রংপুর সদর থানা গঠিত হয় ১৮৭৭ সালে। থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৪ সালে।

উপজেলা
পৌরসভা ইউনিয়ন মৌজা গ্রাম জনসংখ্যা ঘনত্ব(প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
শহর গ্রাম শহর গ্রাম
১১ ১৫১ ২২৯ ২৬৫৯৭২ ৩৩৪২৬৮ ১৮১৭ ৬৪.৭২ ৪৩.১২



পৌরসভা
আয়তন (বর্গ কিমি) ওয়ার্ড মহল্লা লোকসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
৫০.৬৯ ১৫ ১০৯ ২৪১৩১০ ৪৭২১ ৬৪.৪৭


উপজেলা শহর
আয়তন (বর্গ কিমি) মৌজা লোকসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
১৭১.১৭ -- ২৪৬৬২ ১৫৫৮ ৬৭.১২
ইউনিয়ন
ইউনিয়নের নাম ও জিও কোড আয়তন (একর) লোকসংখ্যা শিক্ষার হার (%)
পুরুষ মহিলা
উত্তম ৯৪ ৫৩১৮ ১৭০২৮ ১৫৭০৫ ৪৫.৬৬
চন্দনপাট ১৭ ৭০৪১ ১৫৪৩১ ১৪৪৩১ ৩৫.৫৮
তপোধন ৮৭ ৬৮১৫ ২৩৫১৮ ২১৮৯৯ ৪২.১১
তামফাট ৭৯ ৬৪৪৫ ১৭৫৯২ ১৬৪২৫ ৪৭.২১
দর্শনা ১৯ ৬৩২০ ৮৬৪২ ৮১১৭ ৪২.২৩
পশুরাম ৩৯ ৪৯৩৮ ১৭৯৩৪ ১৬২৩৮ ৫৩.৬৫
মোমিনপুর ৩১ ৬৭২৩ ১৪০৩৭ ১৩২৫৭ ৩৩.৯১
রাজেন্দ্রপুর ৪৭ ৬৩৮৭ ১৪৮০১ ১৩৬৩৯ ৪৭.৬১
সদ্যপুস্করণী ৬৩ ৯৩০৭ ১৮৭১৬ ১৭৭৯৬ ৪০.৬৭
সাতগাড়া৭১ ৫১৫৩ ১৪৫৭৯ ১৩৬৭৬ ৪৬.৭৬
হরিদেবপুর ২৩ ৭২০৯ ১৮৩৬৯ ১৭০১৪ ৪০.১৩

সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ মাহিগঞ্জ প্রাচীন মসজিদ, কেরামতিয়া মসজিদ, মাওলানা কেরামত আলী জৈনপুরীর মাযার, মাহিগঞ্জ শাহ জালাল বোখারীর মাযার, তাজহাট রাজবাড়ি (রংপুর জাদুঘর), পায়রাবন্দে বেগম রোকেয়ার বাড়ি, জেলা পরিষদ ভবন, শ্রী শ্রী করুণাময়ী কালীমন্দির, ডিমলারাজ কালীমন্দির, বিশ্বেশ্বর শিবমন্দির, গোসাইবাড়ী নন্দীমন্দির, মাহিগঞ্জ পরেশনাথ মন্দির, টেপা জমিদারবাড়ী, খাসবাগ প্রত্নদির্শন, দেওয়ানবাড়ী সিংহদ্বার, মন্থনা জমিদার বাড়ী, রংপুর টাউন হল।

ঐতিহাসিক ঘটনাবলি  রংপুরে ভাষা আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল কারমাইকেল কলেজ। কারমাইকেল কলেজের অধ্যক্ষ একজন অবাঙালী হওয়ায় অবস্থার দ্রুত অবনতি ঘটে। ১৯৭১ এর ৩ মার্চ পাকবাহিনীরা গুপ্তপাড়ায় শংকু সমাদ্দার এবং রংপুরে আবুল কালাম আজাদ, মকবুল হোসেন ও ওমর আলীকে হত্যা করে। মুক্তিযুদ্ধ চলাকালে কারমাইকেল কলেজ প্রাঙ্গনে পাকবাহিনীর হাতে অধ্যাপক কাঁলা চাদ রায় (রসায়ন), চিত্তরঞ্জন রায় (গণিত), সুনীল চন্দ্র চক্রবর্তী (বাংলা), ব্যোম কৃষ্ণ অধিকারী (দর্শণ), অধ্যাপক মো: আব্দুল রহমান, অধ্যাপক শাহ সোলায়মান আলী সহ অনেক ছাত্র-শিক্ষক শহীদ হন।

মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন বধ্যভূমি ৪ (দহিগঞ্জ শ্মশান, বালার ঘাট, ঘাঘট নদীর ব্রিজের পাড়, লাহিড়ীর হাট); গণকবর ১ (নন্দীগঞ্জ);  ভাস্কর্য ১ (অর্জন)।

ধর্মীয় প্রতিষ্ঠান  মসজিদ ৩৮০, মন্দির ৩৫, গির্জা ২, তীর্থস্থান ১, মাযার ৫। উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠান: মাহিগঞ্জ প্রাচীন মসজিদ, কেরামতিয়া মসজিদ, বিশ্বেশ্বর শিবমন্দির, গোসাইবাড়ী নন্দীমন্দির, মাহিগঞ্জ পরেশনাথ মন্দির, শ্রী শ্রী করুণাময়ী কালীমন্দির, ডিমলারাজ কালীমন্দির।

রংপুর সদর উপজেলা

শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৫২.৯৫%; পুরুষ ৫৭.৫৪%, মহিলা ৪৭.৯৩%। বিশ্ববিদ্যালয় ১, কলেজ ১৭, মেডিক্যাল কলেজ ২, ক্যাডেট কলেজ ১, শিক্ষক প্রশিক্ষণ কলেজ ১, কারিগরি কলেজ ১,  পিটিআই ১, মাধ্যমিক বিদ্যালয় ৬৩, প্রাথমিক বিদ্যালয় ২৩০, কিন্ডার গার্টেন ১৮, কমিউনিটি স্কুল ১৫, স্যাটেলাইট স্কুল ১৮, এনজিও স্কুল ১২০, মাদ্রাসা ৭২। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (২০০৮), কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ (১৯১৬), রংপুর মেডিকেল কলেজ (১৯৬৬), সরকারি বেগম রোকেয়া মহিলা কলেজ (১৯৬৪), সরকারি রংপুর কলেজ (১৯৬৪), রংপুর ক্যাডেট কলেজ (১৯৭৭), রংপুর শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় (১৮৫৮), রংপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট (১৯৬২), রংপুর ভোকেশনাল ইনস্টিটিউট (১৮৬৫), রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ (১৮৬৫), রংপুর জিলা স্কুল (১৮৩২), রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (১৮৭৬), তাজহাট উচ্চ বিদ্যালয় (১৮৯৪), কৈলাশ রঞ্জন উচ্চ বিদ্যালয় (১৯০৪), আফান উল্লাহ উচ্চ বিদ্যালয় (১৯০৮)।

পত্র-পত্রিকা ও সাময়িকী দৈনিক: দাবানল (১৯৮০), যুগের আলো (১৯৯২), পরিবেশ (১৯৯৪), রংপুর (১৯৯৭); সাপ্তাহিক: অটল (১৯৯১), রংপুর বার্তা (১৯৯৬); অবলুপ্ত: রঙ্গপুর বার্তাবহ (১৮৪৭), রঙ্গপুর দর্পণ (১৯০৭), উত্তর বাংলা (১৯৬০), প্রভাতী (১৯৫৫)।

সাংস্কৃতিক প্রতিষ্ঠান লাইব্রেরি ৫, জাদুঘর ১, নাট্যদল ৫, নাট্যমঞ্চ ১, সিনেমা হল ৭, ক্লাব ১৮১।

দর্শনীয় স্থান শিরিন পার্ক (গঙ্গাচড়া রোড), তাজহাট রাজবাড়ী, রংপুর চিড়িয়াখানা, রংপুর জাদুঘর, কারমাইকেল কলেজ।

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৩৬.৭৪%, অকৃষি শ্রমিক ৪.৭৭%, শিল্প ১.৯৪%, ব্যবসা ২১.২৬%, পরিবহণ ও যোগাযোগ ৭.৩০%, চাকরি ১৫.৩৫%, নির্মাণ ২.৮%, ধর্মীয় সেবা ০.২৬%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ০.৪৬% এবং অন্যান্য ৯.১২%।

কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৪১.৩৯%, ভূমিহীন ৫৮.৬১%। শহরে ৫২.১৭% এবং গ্রামে ৪৭.৮৩% পরিবারের কৃষিজমি রয়েছে।

প্রধান কৃষি ফসল ধান, পাট, গম, পিঁয়াজ, রসুন, আদা, আলু, আখ, তামাক, শাকসবজি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি  তিল, তিসি, কাউন, আউশ ধান।

প্রধান ফল-ফলাদিব আম, কাঁঠাল, জাম, কলা ও পেঁপে।

মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগির খামার মৎস্য ২০, হাঁস-মুরগি ৪০, হ্যাচারি ৯।

যোগাযোগ বিশেষত্ব পাকারাস্তা ৬০০ কিমি, আধা-পাকারাস্তা ২৫ কিমি, কাঁচারাস্তা ৫৫০ কিমি; রেলপথ ৩০ কিমি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, গরুর গাড়ি।

শিল্প ও কলকারখানা ধানকল, তেলকল, আটাকল, ময়দাকল, বরফকল, ছাপাখানা, স’মিল, ওয়েল্ডিং কারখানা, বিড়ি ফ্যাক্টরি।

কুটিরশিল্প লৌহশিল্প, মৃৎশিল্প, বাঁশের কাজ।

হাটবাজার ও মেলা হাটবাজার ১৮, মেলা ৪। লালবাগ বাজার, বাস টার্মিনাল বাজার, বুড়ীর হাট, নব্দীগঞ্জ হাট ও পাগলাপীর হাট এবং মাহিগঞ্জ রথের মেলা, বড় দরগা মেলা ও তাজহাট মেলা উল্লেখযোগ্য।

প্রধান রপ্তানিদ্রব্য  ধান, আখ, তামাক, গম, আদা, শাকসবজি।

বিদ্যুৎ ব্যবহার এ উপজেলার সবক’টি ওয়ার্ড ও ইউনিয়ন পল্লিবিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৩৮.৫৯% (শহরে ৬০.৮৫% এবং গ্রামে ২৩%) পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

পানীয়জলের উৎস নলকূপ ৮৯.৭২%, ট্যাপ ৩.৪১%, পুকুর ০.২৮% এবং অন্যান্য ৬.৫৯%।

স্যানিটেশন ব্যবস্থা এ উপজেলার ৩৫.৮৯% (শহরে ৬৬.৫২% এবং গ্রামে ১৪.৪৩%) পরিবার স্বাস্থ্যকর এবং ৪০.৪৪% (শহরে ১২.৯৩% এবং গ্রামে ৫৯.৭১%) পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। তবে ২৩.৬৭% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।

স্বাস্থ্যকেন্দ্র হাসপাতাল ৮, মা ও শিশু কল্যাণ কেন্দ্র ১, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ১০, পৌরসভা পরিচালিত চিকিৎসা কেন্দ্র ১, দাতব্য চিকিৎসালয় ২, ক্লিনিক ২০।

এনজিও ব্র্যাক, আশা, কেয়ার, আরডিআরএস।  [আবদুস সাত্তার]

তথ্যসূত্র   আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; রংপুর সদর উপজেলা সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন ২০০৭।