পশুপাখিবাহী রোগ
পশুপাখিবাহী রোগ (Zoonosis) পশু, পাখি থেকে মানুষে সংক্রমিত হয়ে থাকে এমন রোগ। প্রায় দুশো অণুজীব পশু থেকে মানুষে সংক্রমিত হতে পারে বলে জানা যায়, তন্মধ্য ৩০-৪০টি গৃহপালিত পশুর মাধ্যমে সংক্রমিত হয়। সরাসরি সংস্পর্শ (অ্যানথ্রাক্স- anthrax, বার্ড ফ্লু- bird flu, সিট্টাকোসিস– psittacosis, হাইডাটিড কৃমি- hydatid disease); পশুর কামড় (জলাতঙ্ক- rabies); মাংস ভক্ষন (ফিতাকৃমি– taeniasis, পাগলা গো-রোগ- madcow disease); পশুজাত পণ্য; বর্জ্য ও পশুবিষ্ঠা ইত্যাদির মাধ্যমে রোগ ছড়াতে পারে। একসময় ইঁদুর হতে প্লেগের বিস্তার ছিল। যক্ষ্মা (bovine tuberculosis) ও ব্রুসেলায় (brucella) আক্রান্ত গাভীর দুধ না ফুটিয়ে পান করা থেকে মানুষ যক্ষ্মা ও ব্রুসেলায় আক্রান্ত হতে পারে। [সোহরাব আলী]