বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতি

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:২৪, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতি (Bangladesh Geological Society)  অভিন্ন পেশাগত স্বার্থে ভূবিজ্ঞানীদের একটি বেসরকারি ও অরাজনৈতিক জাতীয় সংগঠন। বাংলাদেশের ভূবিজ্ঞানী ও সংশ্লিষ্ট পেশাজীবীদের সার্বিক সামাজিক ও সাংস্কৃতিক কল্যাণসহ দেশে ভূতাত্ত্বিক শিক্ষা ও গবেষণা, শিল্প ও প্রযুক্তিগত উৎপাদনের মান উন্নত করার লক্ষ্যে এই সংগঠন নিবেদিত। ১৯৭২ সালের মার্চ মাসে এটি গঠিত হয়।

সমিতির লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ হলো: সমগ্র বাংলাদেশে ভূতাত্ত্বিক বিজ্ঞান সম্পর্কিত ক্ষেত্রে শিক্ষার মান ও গবেষণা বৃদ্ধি, সম্প্রসারণ ও উন্নত করা; বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানে পেশাজীবী ভূবিজ্ঞানীদের স্বার্থ ও সম্মান রক্ষা করা; বাংলাদেশ ও অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা ও শিল্প কারখানার মধ্যে সমন্বয়, মিথস্ক্রিয়া ও সহযোগিতার উন্নয়ন সাধন; নিবন্ধ, প্রতিবেদন, সাময়িকী ও জার্নাল প্রকাশনার মাধ্যমে ভূতত্ত্বের জ্ঞান ও প্রয়োগ সম্প্রসারিত করা; জাতীয় ও পেশাগত সমস্যা তুলে ধরে সম্মেলন, সেমিনার, আলোচনাচক্র, বক্তৃতামালা ও ওয়ার্কশপের আয়োজন করা; ভূতত্ত্ব বিজ্ঞানের শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পুরষ্কার প্রবর্তন করা; সদস্য ও আগ্রহী ব্যক্তিদের জ্ঞানস্পৃহা মিটাতে ভূতাত্ত্বিক বিজ্ঞান সংক্রান্ত বই, জার্নাল, সাময়িকী ও রেফারেন্স উপকরণ সংগ্রহের মাধ্যমে সমিতির একটি পাঠাগার স্থাপন করা; বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিভাগ, তেল কোম্পানির মধ্যে সহযোগিতা গড়ে তোলা এবং পরামর্শ ও কনসালটেন্সি সেবা প্রদান করা; সরকারি ও বেসরকারি উভয় খাতে অধিকতর ভূতাত্ত্বিক সুযোগ সৃষ্টি করা; সরকারি ও বেসরকারি সংগঠনে কার্যরত পেশাজীবী ভূতত্ত্ববিদদের দেশে ও বিদেশে উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ; মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায় থেকে ভূতত্ত্ব বিষয়ক শিক্ষা চালুতে সাহায্য করা এবং জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়নের স্বার্থে দেশে ও বিদেশে একই লক্ষ্য ও উদ্দেশ্য সাধক অন্যান্য শিক্ষিত ও পেশাজীবী সমিতির সঙ্গে সহযোগিতা করা।

সমিতিতে চার প্রকারের সদস্যপদ চালু আছে: সাধারণ সদস্য, আজীবন সদস্য, সম্মানিক সদস্য ও সহযোগী সদস্য। একজন সভাপতি, তিনজন সহসভাপতি, একজন সাধারণ সম্পাদক, একজন যুগ্ম সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, একজন সাংস্কৃতিক সম্পাদক, একজন আন্তর্জাতিক সচিব, একজন দপ্তর সম্পাদক এবং ১১ জন নির্বাহী সদস্য নিয়ে সমিতির পরিষদ গঠিত। সমিতির তরফ থেকে বছরে দুই বার Bangladesh Journal of Geology নামে একটি বিজ্ঞান সাময়িকী প্রকাশিত হয়। সাম্প্রতিক বছরগুলিতে সাময়িকীটির আওতা আন্তর্জাতিক পরিমন্ডলে অনেক সম্প্রসারিত হয়েছে এবং দেশেবিদেশে এর মর্যাদা বৃদ্ধি পেয়েছে। ১৯৭২ সাল থেকে ২০০২ সালের মধ্যে সমিতি জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্ববহ বিষয়াবলীর ওপর বেশ কিছু বক্তৃতামালা, আলোচনাসভা ও সিম্পোজিয়ামের আয়োজন করেছে।  [সিফাতুল কাদের চৌধুরী]