ফুলঝুরি
ফুলঝুরি (Flowerpecker) Nectariniidae গোত্রাধীন, প্রায়শ উজ্জ্বল রংধারী ক্ষুদ্র (৮-১০ সেমি) গায়কপাখির দল। এদের দীর্ঘ সুচালো ডানা, খাটো ও মোটা পুচ্ছ এবং খাটো মোচাকৃতি (conical) ঠোঁট রয়েছে। ফুলঝুরিদের কয়েক প্রজাতির পালক ফ্যাকাশে কিন্তু অনেক প্রজাতির পুরুষ পাখির রং হয় উজ্জ্বল এবং প্রায়শ পালকের নানা জায়গায় থাকে গাঢ় লাল ও চকচকে নীল কালো রং। প্রায় সকল প্রজাতিই মধু, ফল ও কীটপতঙ্গ আহার করে। অধিকাংশ ফুলঝুরি গুল্ম বা চারা গাছে গোলকাকৃতির ঝুলন্ত বাসা বানায়। এসব পাখির অনেকে খাদ্যের জন্য যে সব উদ্ভিদের ওপর নির্ভরশীল সেসব উদ্ভিদের সঙ্গে ওদের (প্রধানত mistletoes) মিথোজীবিতার সম্পর্ক গড়ে ওঠে। দক্ষিণ এশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ফুলঝুরি পাখির ৫৫টি প্রজাতি ছড়িয়ে আছে।
বাংলাদেশে একটি পরিযায়ীসহ ৭ প্রজাতির ফুলঝুরি রয়েছে: Thick-billed Flowerpecker (Dicaeum agile), Yellow-vented Flowerpecker (Dicaeum chrysorrheum), Plain-coloured Flowerpecker (Dicaeum concolor), Scarlet-backed Flowerpecker (Dicaeum cruentatum), Tickell`s Flowerpecker (Dicaeum erythrorynchos), Orange-bellied Flowerpecker (Dicaeum trigonostigma), এবং Yellow-bellied Flowerpecker (Dicaeum melanoxanthum)। শেষোক্ত প্রজাতিটি পরিযায়ী। ফুলঝুরি মিশ্র চিরহরিৎ বনাঞ্চল, সুন্দরবনের গরান বনাঞ্চল এবং দেশের দক্ষিণ-পূর্ব বনাঞ্চলে বিস্তৃত। টিকেলস ফুলঝুরি দেশের সর্বত্রই দেখা যায়। [মোঃ আনোয়ারুল ইসলাম]