পাডলিং

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:০৭, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

পাডলিং (Puddling)  কাদা করা; ভিজা অবস্থায় কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে মৃত্তিকার সংযুতি ধ্বংস করা। অন্যভাবে বলা যায় যে, পানি সম্পৃক্ত মৃত্তিকাকে কর্ষণ ও মই দেওয়ার মাধ্যমে মৃত্তিকার ব্যবস্থাপনা। পাডলিং হলো মৃত্তিকার সংযুতি নষ্ট করে সমরূপ কাদা তৈরি করার প্রক্রিয়া, যা অধিক ভিজা অবস্থায় মৃত্তিকাতে যান্ত্রিক বল প্রয়োগের মাধ্যমে সম্পাদন করা হয়। এটাকে মৃত্তিকার আপাত আপেক্ষিক আয়তনের যান্ত্রিকভাবে হ্রাস করা হিসেবেও সংজ্ঞায়িত করা যেতে পারে। কৃষকের নিকট পাডলিং হলো মৃত্তিকাকে পানির সঙ্গে মিশ্রিত করে রোপণের জন্য নরম করা এবং পানির জন্য মৃত্তিকাকে অপ্রবেশ্য করা। সহজ সরল ভাষায় বলা যায় যে, মৃত্তিকাকে কাদায় পরিণত করার ক্রিয়া বা পদ্ধতি।

ভ্রমাত্মক পরিমাণে পানি থাকা অবস্থায় অধিকাংশ চাষাবাদ পদ্ধতিতে অনিচ্ছাকৃত কর্ষণের ফলে কাদার সৃষ্টি হয় এবং সাধারণত ফলন মারাত্মকভাবে হ্রাস পায় বা রোপণ বিলম্বিত হয়। নিচু ভূমিতে জন্মানো ধান চাষের জন্য পাডলিং একটি গুরুত্বপূর্ণ মৃত্তিকা ব্যবস্থাপনা, যা পৃষ্ঠমৃত্তিকার সংযুতি ধ্বংস করার উদ্দেশ্যে অতি সাবধানতার সঙ্গে সম্পাদন করা হয়। এশিয়ায় অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পাডলিং ধান আবাদের সঙ্গে প্রায় সমার্থক।

পাডলিং প্রক্রিয়াটি পর্যায়ক্রমিক কর্ষণ কাজের দ্বারা সম্পাদিত হয়, যা শুরু হয় মৃত্তিকাতে পানি সম্পৃক্ত অবস্থার চেয়ে অধিক পানি থাকা অবস্থায় এবং শেষ হয় ফিল্ড ক্যাপাসিটিতে পানি থাকা অবস্থায়। কার্যত কৃষকেরা পাডলিং-এর কাজটি পানি-সম্পৃক্ত অবস্থার চেয়ে অধিক পানি থাকা অবস্থায় শুরু করে। এ পরিসরে পানি থাকা অবস্থায় বল প্রয়োগ সর্বাধিক পাডলিং ঘটায় না, কিন্তু এটি মৃত্তিকাতে আগাছা আত্তীকরণ করে এবং সংযুতি ভাঙ্গার প্রক্রিয়া শুরু করে। কৃষকেরা এরপর ক্রমাবনতিশীল পানি থাকা অবস্থায় পাডলিং প্রক্রিয়া চালাতে থাকে যতক্ষণ পর্যন্ত না সর্বাধিক পাডলিং অবস্থায় পৌঁছায়। অর্জিত পাডলিং-এর মাত্রা মৃত্তিকার প্রকার ও ব্যবস্থাপনা কার্যাবলীর সঙ্গে র্পাথক্য প্রদর্শন করে। অধিক এঁটেলের উপস্থিতি পাডলিং সহজতর করে এবং অধিক সংযুতি বিনষ্ট করে। তা সত্ত্বেও স্বল্প এঁটেল সংবলিত বেলে মৃত্তিকাকেও পাডলিং করা যায়। মন্টমরিল্লোনাইট পরিবারের এঁটেল মণিক সমৃদ্ধ মৃত্তিকাকে ক্যাওলিনাইট বা অক্সাইড পরিবারের মণিক সমৃদ্ধ মৃত্তিকা থেকে অধিকতর সহজে ও সম্পূর্ণরূপে কাদা করা যায়। অনুরূপভাবে, ক্যালসিয়াম সম্পৃক্ত এঁটেলের চেয়ে সোডিয়াম সম্পৃক্ত এঁটেলকে সহজে কাদা করা যায়। সাধারণত, জৈব পদার্থ বা আয়রন ও অ্যালুমিনিয়াম অক্সাইডের পরিমাণ বা উভয়ের পরিমাণ বেশি হলে মৃত্তিকাকে কাদা করা বেশ কঠিন হয়ে দাঁড়ায়।

বাংলাদেশের অনেক মৃত্তিকাতে চাষাবাদের পুনরাবৃত্তি, বিশেষ করে রোপা ধান চাষের জন্য মৃত্তিকাকে পাডলিং করার ফলে অপ্রবেশ্য পৃষ্ঠমৃত্তিকার সৃস্টি হয় যা এ স্তরের ভৌত ও রাসায়নিক ধর্মাবলির গুরুত্বপূর্ণ রূপান্তর ঘটায় এবং সেই সঙ্গে অনেক মৃত্তিকার রঙেরও পরিবর্তন ঘটে। কালো তেরাই মৃত্তিকাতে কৃষিকাজের সম্ভাবনা মধ্যম থেকে স্বল্প। রোপা ধান চাষের জন্য পৃষ্ঠমৃত্তিকা পাডলিং করার অসুবিধাই এর কারণ। অন্যদিকে পুরাতন ব্রহ্মপুত্র পললভূমিতে সৃষ্ট অগভীর উঁচু (ridge) মৃত্তিকার পানি ধারণ ক্ষমতা কম হওয়া সত্ত্বেবও রোপা আমন ধান চাষের জন্য ব্যবহূত হয়, কারণ পৃষ্ঠমৃত্তিকা কর্দমাক্ত এবং এসব মৃত্তিকাতে দৃঢ় প্লাউপ্যান বিদ্যমান।  [সিরাজুল হক]