সর্বানন্দ

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২৩:০৭, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

সর্বানন্দ (১৫শ শতক)  হিন্দুধর্মীয় তান্ত্রিক সাধক। চাঁদপুর জেলার মেহার তাঁর জন্মস্থান ও সাধনাক্ষেত্র। পিতামহ বাসুদেব ভট্টাচার্য ছিলেন একজন যোগসিদ্ধ পুরুষ। সর্বানন্দ শৈশবে নিরক্ষর ছিলেন। প্রচলিত কিংবদন্তি এই যে, তিনি অলৌকিকভাবে কোনোও এক সন্ন্যাসী কর্তৃক দীক্ষিত হন এবং মেহারে জীনবৃক্ষমূলে পৌষ সংক্রান্তির দিন শবারোহণে গুহ্যমন্ত্র ধ্যান করে সিদ্ধিলাভ করেন। তিনি ১৪২৬ খ্রিস্টাব্দে (মতান্তরে ১৪৩৭) দেবী ভৈরবীর দশমহাবিদ্যারূপ দর্শন করেন। পরবর্তীকালে সর্বানন্দ খুলনার সেনহাটি গ্রামের চন্দ্রচূড় তর্কালঙ্কারকে আচার্যপদে বরণ করেন এবং তাঁর কন্যা গৌরীকে বিবাহ করেন। সর্বানন্দ সর্বোল­াসতন্ত্র নামে একটি সংস্কৃত গ্রন্থ সঙ্কলন করেন। এতে তান্ত্রিক সাধনার মন্ত্রসমূহ স্থান পেয়েছে। সর্বানন্দের বংশধারা বর্তমানে ‘সর্ববিদ্যা’ বংশ নামে পরিচিত। [সত্যনারায়ণ চত্রবর্তী]