বাংলাদেশ উদ্ভিদবিজ্ঞান সমিতি
বাংলাদেশ উদ্ভিদবিজ্ঞান সমিতি উদ্ভিদবিজ্ঞানের বিভিন্ন শাখার শিক্ষা ও গবেষণা উন্নয়নের লক্ষ্যে ১৯৭২ সালে গঠিত একটি অরাজনৈতিক বৈজ্ঞানিক সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে সমিতির কার্যালয় অবস্থিত। উদ্ভিদবিজ্ঞান বিষয়ে এম.এসসি ডিগ্রিপ্রাপ্ত যে-কোন ব্যক্তি সমিতির নিয়মিত সদস্যপদ লাভের জন্য আবেদন করতে পারেন। যাদের স্নাতকোত্তর ডিগ্রি নেই কিন্তু উদ্ভিদবিজ্ঞানে গবেষণা ও শিক্ষার প্রতি আগ্রহ রয়েছে তারা সমিতির সহযোগী সদস্যপদের জন্য আবেদন করতে পারেন। বর্তমানে সমিতির মোট সদস্য সংখ্যা প্রায় ১০৫০। আন্তর্জাতিক খ্যাতিমান উদ্ভিদবিজ্ঞানী ড. নর্মান ই বোরলগ (নোবেল পুরস্কারপ্রাপ্ত), অধ্যাপক অরুণ কুমার শর্মা এবং ড. স্বামীনাথন সমিতির সম্মানিত (honorary) সদস্য।
১৯৭২ সাল থেকে সমিতি নিয়মিতভাবে আন্তর্জাতিক মানের ষাণ্মাসিক জার্নাল Bangladesh Journal of Botany প্রকাশ করে আসছে। এ জার্নালে প্রকাশিত প্রতিটি গবেষণাপত্রের সংক্ষিপ্ত সার ১৯৮২ সাল থেকে Current Contents, Biological Abstracts এবং Advances in Plant Science-এ প্রকাশিত হয়। এছাড়া ‘উদ্ভিদ বার্তা’ নামে উদ্ভিদবিজ্ঞান বিষয়ক জনপ্রিয় লেখা নিয়ে সমিতি একটি বাংলা বুলেটিনও প্রকাশ করে। মেধাবী ছাত্র, খ্যাতনামা বিজ্ঞানী এবং বিশিষ্ট গবেষকদের মেধার স্বীকৃতি দান ও তাদের অনুপ্রাণিত করার লক্ষ্যে সমিতি দুটি ট্রাস্ট ফান্ড থেকে বৃত্তি/পদক/পুরস্কার দিয়ে থাকে। প্রতিষ্ঠার পর থেকে সমিতি নিয়মিতভাবে বার্ষিক সাধারণ সভা ও দ্বিবার্ষিক সম্মেলন আয়োজন এবং সম্মেলনের কার্যবিবরণী (proceedings) প্রকাশ করে আসছে। বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সমিতির প্রকাশনা ও অন্যান্য কর্মসূচি বাস্তবায়নের জন্য বার্ষিক অনুদান দিয়ে থাকে। সার্বিক ব্যবস্থাপনার জন্য সমিতির একটি নির্বাহী পরিষদ রয়েছে। [সৈয়দ হাদিউজ্জামান]