পাগার
পাগার (Pagar) সাধারণত রাস্তার পাশের ছোট ধরনের ডোবা বা গর্তকে আঞ্চলিক ভাষায় পাগার বলে। দেশের দক্ষিণ-পশ্চিম অংশে বিশেষ করে যশোর ও খুলনা এলাকায় এই শব্দটি বহুল ব্যবহূত। এগুলো প্রধানত রাস্তা কিংবা বাঁধ অথবা যে কোন মাটির অবকাঠামো তৈরির সময় মাটি খননের ফলে সৃষ্টি হয়। আকৃতি ও গভীরতার ওপর নির্ভর করে পাগারগুলো স্বল্প সময়ের জন্য, বিশেষত ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত বিপুল পরিমাণ জলজ জীবের ক্রমবিকাশে সহায়তা করে থাকে। একই সঙ্গে এগুলো রাস্তা এবং শস্যক্ষেত থেকে অতিরিক্ত জল নিষ্কাশন করে ফসলের ক্ষয়ক্ষতি হ্রাসে সাহায্য করে থাকে। স্থানীয় জনগণ কিছু পাগার মাছ চাষের জন্য এবং ধানের বীজতলা হিসেবে ব্যবহার করে থাকে। [মোহা. শামসুল আলম]