ফৌজদার

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:১৭, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

ফৌজদার মুগল-পূর্ব যুগে সেনাপতির নিয়ন্ত্রণাধীনে পরিচালিত একটি সৈন্যদলের দায়িত্বে নিয়োজিত একজন সামরিক কর্মকর্তা। মুগল যুগে আকবরই প্রথম ফৌজদারের পদ ও মর্যাদাকে একটি প্রাদেশিক কর্মকর্তার পদ হিসেবে নির্দিষ্ট করেন। তিনি সাম্রাজ্যকে কতকগুলি প্রদেশে বিভক্ত করেন। প্রদেশকে বলা হতো সুবাহ। প্রত্যেক সুবাহ একজন সুবাহদার এর (সিপাহ-সালারও বলা হতো, পরে নাজিম নামেও অভিহিত করা হতো) শাসনের নিয়ন্ত্রণাধীনে ছিল। প্রত্যেকটি সুবাহ আবার সরকার ও পরগণায় বিভক্ত ছিল। সরকারের প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাকে ফৌজদার বলা হতো। এ ব্যবস্থা মুগল আমলের শেষ পর্যন্ত চালু ছিল। আইন-ই-আকবরী গ্রন্থে ফৌজদারদের দায়িত্ব ও কার্যাবলি বর্ণিত হয়েছে। [আবদুল করিম]