বাংলাদেশ পরজীবিবিদ্যা সমিতি
বাংলাদেশ পরজীবিবিদ্যা সমিতি ১৯৮৩ সালে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরজীবিবিদ্যা বিভাগে প্রতিষ্ঠিত বিজ্ঞানীদের একটি সংগঠন। সমিতির উদ্দেশ্য: পরজীবিবিদ্যার জ্ঞানবিস্তারে পৃষ্ঠপোষকতা, পরজীবিবিদ্যা বিষয়ক জাতীয় ও আন্তর্জাতিক অন্যান্য সংস্থার সঙ্গে সংযোগ ও সহযোগিতা, সংশ্লিষ্ট ক্ষেত্রের গবেষণা প্রচারের জন্য বিজ্ঞান সাময়িকী ও অন্যান্য তথ্যপুস্তিকা প্রকাশ, উপযুক্ত তালিকা প্রস্ত্ততসহ বাংলাদেশের পরজীবীদের একটি বৈজ্ঞানিক সংগ্রহ সংরক্ষণ, প্রাণিপরজীবী ও পরজীবিঘটিত রোগের বিভিন্ন দিক সম্পর্কে সেমিনার, কর্মশালা, সভা ও সম্মেলন আয়োজন।
উনিশ সদস্যের একটি কার্যনির্বাহী পরিষদে আছেন ১ জন সভাপতি, ২ জন সহসভাপতি, ১ জন কোষাধ্যক্ষ, ১ জন মহাসচিব ও অন্যান্য কর্মীরা। বর্তমানে সমিতির সাধারণ সদস্য সংখ্যা প্রায় ১৫০ জন। বিজ্ঞানের যে-কোন বিষয়ের স্নাতক ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তি সমিতির সদস্য হতে পারেন। সমিতি দ্বিবার্ষিক সাময়িকী Bangladesh Journal of Parasitology নিয়মিত প্রকাশ করে। [এস.এম হুমায়ুন কবির]