বরাকার প্রস্তরক্রম

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:২০, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

বরাকার প্রস্তরক্রম (Barakar Stage)  ভারতের লোয়ার গন্ডোয়ানা সিস্টেমের দামুদা সিরিজের নিম্নতম প্রস্তরক্রম। বিহারের রাণীগঞ্জ কয়লাখনি অঞ্চলে দামোদর নদের প্রবাহিত বরাকর শাখা থেকে এ নাম এসেছে। প্রধানত সাদা, বড় দানা, নরম বালুশিলা ও কয়লা স্তরসহ কর্দম শিলা নিয়ে এই শিলা-একক গঠিত।

প্রস্তরক্রমটি তালচির সিরিজের উপর অসঙ্গতভাবে (unconformably) ন্যস্ত এবং লৌহপ্রস্তর কর্দম শিলার (iron stone shale) নিচে অনুক্রমিকভাবে (conformably) বিস্তৃত। স্তরসমষ্টিতে জীবাশ্ম উদ্ভিদকুলের উপস্থিতির কারণে তা প্রবীণ ‘পারমিয়ান’ যুগের বলে মনে করা হয়। বরাকর বৃহৎ অগভীর হ্রদে অবক্ষিত (deposited)। এসব হ্রদের কোন কোনটি নদীপ্রবাহের সঙ্গে যুক্ত ছিল। বরাকর প্রস্তরক্রমের কোন কোনটিতে কয়লা স্তর রয়েছে, আবার কোন কোনটি অগ্নিকর্দম (fireclay) স্তরের সঙ্গে সম্পর্কযুক্ত। বদ্ধ পরিবেশে বৃহদাকার জমাট বাঁধা গাছপালার আবর্জনার স্তূপ থেকে এই কয়লার উৎপত্তি বলে ধারণা করা হয়। পশ্চিম বাংলার বাইরে গন্ডোয়ানা অববাহিকার সাতপুরা, মহানদী ও গোদাবরি উপত্যকায় বরাকর প্রস্তরক্রমের ব্যাপক বিস্তৃতি রয়েছে। বাংলাদেশে বগুড়া জেলার কুচমা ভূ-তলে এটি পাওয়া গিয়েছে এবং এর নামকরণ করা হয়েছে কুচমা স্তরসমষ্টি। এটির টাইপ এলাকা পশ্চিম বাংলার দামুদা (ভারত)।  [এম আবু বকর]