ইউক্যালিপ্টাস

Nasirkhan (আলোচনা | অবদান) কর্তৃক ০৮:১৫, ৮ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

ইউক্যালিপ্টাস  Myrtaceae গোত্রের Eucalyptus গণের লম্বা, মসৃণ বাকলবিশিষ্ট বৃক্ষ। এদের পাতা সরু ও সুগন্ধি। এগুলি অস্ট্রেলিয়া, তাসমানিয়া ও নিউগিনির স্থানীয় উদ্ভিদ। সৌন্দর্য, বনায়ন ও কাঠের জন্য বাংলাদেশে ইউক্যালিপ্টাস রোপণ এ শতকের গোড়ার দিকের ঘটনা। কয়েকটি প্রজাতি জ্বালানি ও কাঠ হিসেবে মূল্যবান। ইউক্যালিপ্টাস তৈল মসলা হিসেবে ও সুগন্ধিতে ব্যবহার্য। এ তৈল জীবাণুনাশক (antiseptic) এবং কাশি, ক্ষত ও আলসারে উপকারী। পৃথিবীতে প্রায় ৬০০ প্রজাতির ইউক্যালিপ্টাস গাছ আছে। বাংলাদেশে Eucalyptus citriodora প্রজাতিটি ১৯৬০ সাল থেকে মূলত পথতরু হিসেবে রোপিত হচ্ছে। তবে লক্ষ্য করা গেছে গাছগুলি অত্যধিক পানিশোষণে আশপাশের জমি শুকিয়ে ফেলে, এতে মাটির শুষ্কতার কারণে জমির উর্বরতা হ্রাস পায়।  [আবদুল গনি]