কল্কা

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ১৯:২৬, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
কল্কা

কল্কা মুগল আমলে বস্ত্রশিল্পে ব্যবহূত এক ধরনের বাঁকানো মোটিফ। এর উৎস বিভিন্ন রকম। একে আমের সঙ্গে তুলনা করা যায়, যেহেতু এর আকৃতি আমের মতো। উত্তর ভারতে একে বলা হয় কৈরি, যার অর্থ কাঁচা  আম

কল্কা শিল্পিত পাতা কিংবা গাছের প্রতীকও হতে পারে। অগ্নিশিখার সঙ্গেও এর সাদৃশ্য লক্ষ্য করা যায়। একে নারী-পুরুষের মিলনের চীনা প্রতীক জিং-জ্যাং-এর অর্ধাংশ হিসেবেও চিহ্নিত করা হয়েছে। কাঁথা,  আলপনা,  শাড়ি ও কাশ্মীরি শালে এটি একটি সাধারণ মোটিফ। পাশ্চাত্যে কল্কা পেইজ্লি (paisley) নামে পরিচিত। এর কারণ, স্কটল্যান্ডের পেইজ্লিতে কাশ্মীরি শালের অনুকরণে এক ধরনের নকশা করা শাল তৈরি হয়। তাই স্থানের নামানুসারে এ মোটিফের নাম হয়েছে পেইজ্লি।  [নিয়াজ জামান]