আধার
আধার (Reservoir) প্রাকৃতিক বা কৃত্রিম উপায়ে সৃষ্ট পানি ধারনের নিমিত্তে জলাধার, জলস্তর এবং তেল ও গ্যাসের শিলাস্তর। বিশাল জলরাশি ধারণ ও সংরক্ষণের উদ্দেশ্যে, সাধারণত কংক্রিট বাঁধ অথবা মাটি দ্বারা বিশেষ ধরনের কাঠামো নির্মাণ করা হয়। এ সংরক্ষিত জলরাশি জলবিদ্যুৎ উৎপাদন, সেচ (উদাহরণস্বরূপ, কাপ্তাই লেক) অথবা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে। এ ছাড়া কোনো স্থানে বা কোনো এলাকায় প্রাকৃতিকভাবেই বিপুল পরিমাণে জলরাশি সংরক্ষিত হতে পারে, যেমন: পার্বত্য চট্টগ্রামের বগাকাইন হ্রদ এবং রেংখিয়াংকাইন হ্রদ। [মো: শামসুল আলম]