গোপালগঞ্জ-খুলনা বিল
গোপালগঞ্জ-খুলনা বিল গাঙ্গেয় প্লাবনভূমি এবং গাঙ্গেয় জোয়ারভাটা প্লাবনভূমি এলাকার মধ্যে অবস্থিত একাধিক নিচু এলাকা নিয়ে ২,৭৬৮ বর্গ কিলোমিটার আয়তনের একটি ভূ-প্রাকৃতিক অঞ্চল। এ এলাকার প্রধান দুটি বিল হচ্ছে বাঘিয়া বিল ও চান্দা বিল। বর্ষস্থায়ী আর্দ্র অববাহিকাসমূহ জুড়ে ভারি পিট মৃত্তিকা বিদ্যমান, তবে প্রান্তীয় এলাকায় এ মৃত্তিকা কর্দম দ্বারা আবৃত। বিল এলাকার উপর দিয়ে প্রবাহিত গঙ্গার শাখানদীসমূহ বরাবর এলাকা চুনযুক্ত পলিকণাবিশিষ্ট পলল দ্বারা আবৃত থাকে। এ এলাকা বাংলাদেশের বৃহত্তম পিট মজুদকারী অববাহিকা। বর্ষায় এ অববাহিকা অঞ্চল বৃষ্টির পানির দ্বারা গভীরভাবে প্লাবিত হয়। খুলনা এলাকার কাছাকাছি অবস্থিত বিলসমূহে বন্যার পানি ঈষৎ লবণাক্ত। এ ভূ-প্রাকৃতিক এককে ভূঅবনমন প্রক্রিয়া এখনও সক্রিয়। [জাবেদ কলিম]