কাপ্তাই উপজেলা
কাপ্তাই উপজেলা (রাঙ্গামাটি জেলা) আয়তন: ২৫৯ বর্গ কিমি। অবস্থান: ২২°২১´ থেকে ২২°৩৫´ উত্তর অক্ষাংশ এবং ৯২°০৫´ থেকে ৯২°১৮´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে রাঙ্গামাটি সদর ও কাউখালী উপজেলা, দক্ষিণে রাজস্থলী উপজেলা, পূর্বে বিলাইছড়ি, পশ্চিমে রাঙ্গুনিয়া ও কাউখালী উপজেলা।
জনসংখ্যা ৬৬১৩৫; পুরুষ ৩৬৬৭৭, মহিলা ২৯৪৫৮। মুসলিম ৩৮৭৫৯, হিন্দু ৪০৪৯, বৌদ্ধ ৫৭৯, খ্রিস্টান ২২৬৯৬ এবং অন্যান্য ৫২। এ উপজেলায় চাকমা, মারমা, তঞ্চঙ্গা, ত্রিপুরা প্রভৃতি আদিবাসী উপজাতির বসবাস আছে।
জলাশয় কর্ণফুলি নদী এবং কাপ্তাই হ্রদ উল্লেখযোগ্য।
প্রশাসন থানা গঠিত হয় ১৯৬৬ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ৭ নভেম্বর ১৯৮৩ সালে।
উপজেলা | ||||||||
পৌরসভা | ইউনিয়ন | মৌজা | গ্রাম | জনসংখ্যা | ঘনত্ব(প্রতি বর্গ কিমি) | শিক্ষার হার (%) | ||
শহর | গ্রাম | শহর | গ্রাম | |||||
- | ৫ | ১০ | ১৪৮ | ৪৪৮৭১ | ২১২৬৪ | ২৫৫ | ৬৮.৩ | ৪২.৯ |
উপজেলা শহর | ||||
আয়তন (বর্গ কিমি) | মৌজা | লোকসংখ্যা | ঘনত্ব (প্রতি বর্গ কিমি) | শিক্ষার হার (%) |
১০৮.৭৮ | ৩ | ৪৪৮৭১ | ৪১২ | ৬৮.২৭ |
ইউনিয়ন | ||||
ইউনিয়নের নাম ও জিও কোড | আয়তন (একর) | লোকসংখ্যা | শিক্ষার হার (%) | |
পুরুষ | মহিলা | |||
ওয়াপ্পা ৮৬ | ১২১৬০ | ৪৭৬০ | ৩৮১২ | ৪৩.৯৩ |
কাপ্তাই ৫৭ | ২৪৩২০ | ১০৬৫৪ | ৭৫৭৫ | ৬৬.৭৮ |
চন্দ্রঘোনা ১৯ | ১২১৬০ | ১১১৫৫ | ৮৫২৫ | ৭৭.০৭ |
চিতমারাম ৩৮ | ৭০৪০ | ২১৮৯ | ২০৯৬ | ৪৩.৬৭ |
রাইখালী ৭৬ | ২০৪৮০ | ৭৯১৯ | ৭৪৫০ | ৪৩.৮৩ |
সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৬০.৩%; পুরুষ ৬৭.২%, মহিলা ৫১.৫%। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: কলেজ ১, মাধ্যমিক বিদ্যালয় ৫, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ১, প্রাথমিক বিদ্যালয় ১০০।
জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৩২.০২%, অকৃষি শ্রমিক ৮.১৪%, ব্যবসা ১১.৮৭%, পরিবহণ ও যোগাযোগ ২.১৩%, চাকরি ৩৬.৮৩%, নির্মাণ ১.০৮%, ধর্মীয় সেবা ০.২০%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ০.৪৬% এবং অন্যান্য ৭.২৭%।
কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৫৬.৫৫%, ভূমিহীন ৪৩.৪৫%। শহরে ৬৩.৩৯% এবং গ্রামে ৪৩.৫২% পরিবারের কৃষিজমি রয়েছে।
প্রধান কৃষি ফসল ধান, পাহাড়ি আলু, তুলা, আদা, শাকসবজি।
প্রধান ফল-ফলাদিব কাঁঠাল, কলা, লেবু, নারিকেল, আনারস।
যোগাযোগ বিশেষত্ব পাকারাস্তা ৭৭.৫০ কিমি, আধাপাকা রাস্তা ২৪ কিমি, কাঁচারাস্তা ১৫৮ কিমি।
শিল্প ও কলকারখানা চন্দ্রঘোনা কাগজকল, রেওনশিল্প, কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প, প্রকৌশল কারখানা, স্টীল কারখানা।
কুটিরশিল্প স্বর্ণশিল্প, তাঁতশিল্প, লৌহশিল্প, বাঁশের কাজ, বেতের কাজ, কাঠের কাজ।
দর্শনীয় স্থান কাপ্তাই জাতীয় উদ্যান, কাপ্তাই লেক, ছিট মুরং বৌদ্ধ মন্দির।
প্রধান রপ্তানিদ্রব্য কলা, বিদ্যুৎ, তুলা, আদা, কাঁঠাল, বাঁশ ও বেত শিল্প।
বিদ্যুৎ ব্যবহার এ উপজেলার সবক’টি ইউনিয়ন পল্লিবিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৫২.৬৮% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।
পানীয়জলের উৎস নলকূপ ২৩.৩৯%, ট্যাপ ৪২.৯০%, পুকুর ২.৬০% এবং অন্যান্য ৩১.১১%।
স্যানিটেশন ব্যবস্থা এ উপজেলার ৪৫.৮৩% (গ্রামে ১৭.১২% ও শহরে ৬০.৯২%) পরিবার স্বাস্থ্যকর এবং ৪০.০৭% (গ্রামে ৪৯.১৬% ও শহরে ৩৫.২৯%) পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ১৪.১০% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।
স্বাস্থ্যকেন্দ্র হাসপাতাল ৮, উপস্বাস্থ্য কেন্দ্র ২, উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্স ১, পরিবার পরিকল্পনা কেন্দ্র ১।
এনজিও আশা, প্রশিকা, হিল ভিশন। [আতিকুর রহমান]
তথ্যসূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; কাপ্তাই উপজেলার সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন ২০০৭।