আত্রাই অববাহিকা
আত্রাই অববাহিকা (Atrai Basin) একটি ক্ষুদ্র ভূ-প্রাকৃতিক একক যা আত্রাই এবং গঙ্গা নদীর মিশ্র পললগঠিত নিচু এলাকায় অবস্থিত। এ অববাহিকা ভর অববাহিকা নামেও পরিচিত; ‘ভর’ শব্দের অর্থ নিচু ভূমি। আত্রাই নদীর উত্তরের ভূমিরূপ প্রধানত সমতল, তবে নদীর দক্ষিণে অবস্থিত ভূ-প্রকৃতি তে প্লাবনভূমি শৈলশিরাসমূহ এবং সুবিস্তৃত অববাহিকা বিদ্যমান। মৃত্তিকা বৈশিষ্ট্যে ভারি কর্দম-এর প্রাধান্য রয়েছে, তবে দক্ষিণ এবং পশ্চিমের শৈলশিরাসমূহের মৃত্তিকা দোঅাঁশ প্রকৃতির। বর্ষার সময় যমুনা নদীর অতিরিক্ত প্রবাহ হুরাসাগর নদীর মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময়কালে এ ভূ-প্রাকৃতিক অঞ্চলের নিষ্কাশন ব্যবস্থা আবদ্ধ হয়ে পড়ে। পূর্বে মৌসুমি বন্যার মাত্রা ছিল গভীর এবং বিস্তৃত চলন বিল এলাকা সারাবছরই জলমগ্ন থাকত। পরবর্তী সময়ে ১৯৬০ সাল থেকে পোল্ডার নির্মাণের ফলে এ এলাকার নিষ্কাশন ব্যবস্থা অনেকাংশে উন্নতি লাভ করে। তা সত্ত্বেও কখনও কখনও স্থানীয়ভাবে প্রবল বৃষ্টিপাতের ফলে কিংবা আত্রাই নদীতে অথবা বরেন্দ্রভূমি সংলগ্ন এলাকায় সৃষ্ট আকস্মিক বন্যার ফলে বাঁধ ভেঙ্গে পোল্ডারের ভেতরে ও বাইরে প্রবল বন্যা সংঘটিত হয়। [জাবেদ কলিম]