আলী, আবুল ম’ আলী মুহাম্মদ হামিদ

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২৩:২০, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

আলী, আবুল ম’ আলী মুহাম্মদ হামিদ (১৮৬৫-১৯৫৩) কবি, মহাকাব্য রচয়িতা। তিনি ১৮৬৫ সালে চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুরে জন্মগ্রহণ করেন। বাংলা, ইংরেজি, আরবি ও ফার্সি ভাষায় তাঁর দখল ছিল। মাদ্রাসায় লেখাপড়া শেষে তিনি শিক্ষকতায় তাঁর পেশাজীবন শুরু করেন। তিনি নোয়াখালি জেলা স্কুল, কুমিল্লা জেলা স্কুল ও ঢাকা কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক ছিলেন। মূলত কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা পড়ে তিনি বাংলা কাব্য লেখায় অনুপ্রাণিত হন। বাংলা কাব্য সাহিত্যে তাঁর উল্লেখযোগ্য রচনা ভ্রাতৃবিলাপ (১৯০৩), কাশেম বধ কাব্য (১৯০৭), কবিতাকুঞ্জ (গীতি কবিতা, ১৯০৮), সোহরাব বধ কাব্য, পারস্য বীর (গদ্য) প্রভৃতি। ঝঃঁফবহ'ং ঐধহফনড়ড়শ ড়ভ চবৎংরধহ খধহমঁধমব নামে তিনি একটি পাঠ্য বই লিখেছেন। তাঁর বহুল পরিচিত কাসেম বধ বা শাহাদাতে ইমাম কাসেম (১৩১১, বাংলা) ও জয়নালোদ্ধার (১৩১৪, বাংলা) কাব্য দুটি কারবালায় সংঘটিত হূদয়বিদারক কাহিনী অবলম্বনে রচিত। তাঁর উপরিউক্ত রচনাবলীর উদ্দেশ্যে ছিল মুসলমান শিক্ষিত সমাজকে সচেতন কর তোলা। তাছাড়া আবুল ম’ আলী মুহাম্মদ হামিদ আলী পুথি সাহিত্য দ্বারাও প্রভাবিত হয়েছেন।  [বদিউজ্জামান]