মিডল্যান্ড ব্যাংক লিমিটেড

Mukbil (আলোচনা | অবদান) কর্তৃক ০৯:০৩, ১১ মে ২০২৩ তারিখে সংশোধিত সংস্করণ ("'''মিডল্যান্ড ব্যাংক লিমিটেড''' বাংলাদেশের বেসরকারিখাতের..." দিয়ে পাতা তৈরি)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

মিডল্যান্ড ব্যাংক লিমিটেড বাংলাদেশের বেসরকারিখাতের একটি বাণিজ্যিক ব্যাংক। ১৯৯৪ সালের কোম্পানি আইনের আওতায় ২০ মার্চ ২০১৩ তারিখে নিবন্ধিত হয়। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর আওতায় ব্যাংকিং ব্যবসা পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাভ করে ৯ এপ্রিল ২০১৩ তারিখে এবং একই বছরের জুন মাসের ২০ তারিখে ৪,০০০ মিলিয়ন টাকার পরিশোধিত মূলধন নিয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। ২জন ইন্ডিপেন্ডন্ট পরিচালকসহ ১৯ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের ওপর ব্যাংকটির পরিচালনাভার ন্যস্ত।

২০১৮ হতে ২০২০ সালের জুন মাস পর্যন্ত সময়ে ব্যাংকটির অর্থনৈতিক খাতভিত্তিক অবদান নিন্মের তালিকায় উপস্থাপন করা হলো।

মৌল তথ্য ও পরিসংখ্যান (মিলিয়ন টাকায়)

বিবরণ ২০১৮ ২০১৯ ২০২০*
অনুমোদিত মূলধন ১০০০০ ১০০০০ ১০০০০
পরিশোধিত মূলধন ৫২৭৫ ৫৬৯৭ ৫৬৯৭
রিজার্ভ ৭৮১ ৯৯৯ ১০৬৬
আমানত ৩৫৫৯২ ৩৯৫০১ ৩৯৮৩৭
(ক) তলবি আমানত ৩৭৫৩ ৩২৬৬ ২৫২২
(খ) মেয়াদি আমানত ৩১৮৩৯ ৩৬২৩৫ ৩৭৩১৫
ঋণ ও অগ্রিম ৩১০৭২ ৩১৭৫০ ৩৪৩০১
বিনিয়োগ ৬৭২৬ ১২১৭০ ১১৯৪০
মোট পরিসম্পদ ৪৫৭৫১ ৫২৮৯৮ ৫২১৮৫
মোট আয় ৪৭৬৭ ৫৩১৬ ২৫০৩
মোট ব্যয় ৩৫২৬ ৪০২৬ ১৯৫৪
বৈদেশিক মুদ্রা ব্যবসা পরিচালনা ১৫৫৪৭ ২৪১৭৫ ৪০৭৭
(ক) রপ্তানি ৫৭৪৯ ৭৪৩০ ১৬৮২
(খ) আমদানি ৭৬৪৩ ১৩৪৯৭ ১৮৮৪
(গ) রেমিট্যান্স ২১৫৪ ৩২৪৮ ৫১১
মোট জনশক্তি (সংখ্যায়) ৫৭১ ৬৩১ ৬৫৫
(ক) কর্মকর্তা ১৩৯ ১৯৪ ১৯৭
(খ) কর্মচারী ৪৩২ ৪৩৭ ৪৫৮
বিদেশি প্রতিসংগী ব্যাংক (সংখ্যায়) ১২৪ ১২৪ ১২৪
শাখা (সংখ্যায়) ৩০ ৩৩ ৩৪
(ক) দেশে ৩০ ৩৩ ৩৪
(খ) বিদেশে
কৃষিখাতে
ক) ঋণ বিতরণ ১০৬৭ ১০১৪ ১৪০
খ) আদায় ১০৮৮ ১৯৫৩ ২০০
শিল্পখাতে
ক) ঋণ বিতরণ ৯৫৪৪ ৮৪৯৯ ৩৫৯৫
খ) আদায় ১৮১৮২ ১১১২৬ ৩৬৬৬
খাতভিত্তিক ঋণের স্থিতি
ক) কৃষি ও মৎস্য ১২১২ ৭৯৭ ৭৬৬
খ) শিল্প ৩৯৫০ ৫৯৬৩ ৫৭২৭
গ) ব্যবসা-বাণিজ্য ৫৯৪৯ ৩৩৮১ ৩৪৩০
ঘ) দারিদ্র্য বিমোচন ২৪৪৬ ২৬৪১
ঙ) সি.এস.আর ১২

উৎস আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার, বার্ষিক প্রতিবেদন, ২০১৯-২০২০। * ২০২০-এর তথ্য জুন ২০২০ সময়ের এবং সাময়িক।

২০১৯ সালে ব্যাংকের আমানত ব্যাংকিং খাতের মোট আমানতের ০.৩ শতাংশ এবং ঋণ ও অগ্রিমের পরিমাণ ছিল ব্যাংকিং খাতের মোট ঋণ ও অগ্রিমের পরিমাণের ০.৩ শতাংশ। ২০১৯ সাল ভিত্তিক আমানত এবং ঋণ ও অগ্রিমের গড় সুদ হার ব্যবধান ৪.৭ শতাংশ। [মোহাম্মদ আবদুল মজিদ]