প্রযুক্তি

Mukbil (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:৩৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে সংশোধিত সংস্করণ ("'''প্রযুক্তি''' (Technology) বর্তমান বিশ্বে পরিবর্তন আনতে টেকনোলজি..." দিয়ে পাতা তৈরি)

প্রযুক্তি (Technology) বর্তমান বিশ্বে পরিবর্তন আনতে টেকনোলজি বা প্রযুক্তি সবচে প্রভাবশালী বস্তু। দুটি গ্রিক শব্দ ‘Techne’ এবং ‘Logos’ এর সমন্বয়ে শব্দটির উৎপত্তি। Techne শব্দের অর্থ শিল্প, দক্ষতা, নৈপুণ্য, বা কোনো কিছু অর্জনের উপায়। Logos শব্দের অর্থ শব্দ, বামনের ভাব প্রকাশের জন্য উচ্চারিত ধ্বনি। অর্থাৎ টেকনোলজি শব্দের আক্ষরিক অর্থ কোনো কিছু অর্জনের কৌশল নিয়ে আলোচনা। গ্রিক দার্শনিক এরিস্টটল সর্বপ্রথম গ্রিক শব্দ ‘টেকনোলজিয়া’ এর উদ্ভাবন করেন এবং বিজ্ঞানের জ্ঞানকে ৩টি ভাগে বিভক্ত করেন, যথা: (১) তত্ত্বীয় বিজ্ঞান, (২) ব্যবহারিক বিজ্ঞান, এবং (৩) উৎপাদন ক্ষমতা বিজ্ঞান যা বর্তমানে প্রযুক্তি বা টেকনোলজি নামে পরিচিত। টেকনোলজি শব্দটির প্রথম ব্যবহার দেখা যায় ঊনিশ শতকের প্রথমার্ধে এবং বিজ্ঞরা সাধারণত এটিকে আক্ষরিক পরিচয়ের পরিবর্তে ব্যবহারিক বিজ্ঞান হিসেবেই সংজ্ঞায়িত করতে পছন্দ করেন। টেকনোলজি মূলত নির্দিষ্ট ও মূল্যবান কিছু পাওয়ার লক্ষ্যে প্রযুক্তিগত বিভিন্ন প্রক্রিয়া, পদ্ধতি, এবং পদার্থ, শক্তি ও তথ্যবিন্যাস এবং রূপান্তরের কার্যক্রমের উপর মনোনিবেশ করে, যা টেকনোলজিকাল অবজেক্ট হিসেবে পরিচিত। টেকনোলজিকাল এই অবজেক্ট সাধারণ একটি কলম থেকে স্যাটেলাইট সিস্টেমএর মধ্যে যেকোনো কিছু, এমনকি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত কোনো সফটওয়্যারও হতে পারে। তার পাশাপাশি টেকনোলজি কৌশলগত বিভিন্ন প্রক্রিয়া সম্ভব করে তুলতে প্রয়োজনীয় জ্ঞানও ধারণ করে। জ্ঞানের মধ্যে পদার্থ, শক্তি ও তথ্যকে স্বকাজে লাগাতে প্রয়োজনীয় তথ্য ও প্রক্রিয়াসমূহ এবং এরূপ রূপান্তরের জন্য নতুন পদ্ধতি বের করার উপায় নিহিত রয়েছে। টেকনোলজি আমাদেরকে প্রাকৃতিক পরিবেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে এবং মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। অপরদিকে টেকনোলজি আমাদের আরো উন্নত জীবন উপভোগের সুবিধা দেয় এবং সমাজ ও মানবজীবনের প্রাত্যহিক বিভিন্ন সমস্যার সমাধান দেয়। এছাড়া টেকনোলজি সমাজকে দৃঢ়ভাবে আবদ্ধ রাখে এবং প্রাকৃতিক পরিবেশকে আরো বোধগম্য করে তোলে। এজন্য আমরা বিতর্ক করতেই পারি যে প্রযুক্তির ভালো দিকগুলো অনেকাংশে এর মন্দ দিকগুলোকে ছাড়িয়ে যায়। [মো. শফিকুল আলম খান]