ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি
ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন জীবপ্রযুক্তি বিষয়ক একমাত্র জাতীয় গবেষণা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি ঢাকার অদূরে সাভারের গণকবাড়ীতে অবস্থিত। এনআইবি বর্তমানে ৭টি গবেষণা বিভাগ- এনিমেল, ফিশারিজ, প্ল্যান্ট, মলিকুলার, মাইক্রোবিয়াল, এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি এবং বায়োইনফরমেটিক্স এর মাধ্যমে জীবপ্রযুক্তি বিষয়ক বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। এনআইবিতে বর্তমানে ৪৮ জন গবেষকসহ মোট ১১১ জন কর্মচারি কর্মরত আছে। এনআইবি হতে ইতোমধ্যে খরা ও উচ্চ তাপমাত্রা সহনশীল ট্রান্সজেনিক বেগুনের জাত উৎপাদন, ডায়াবেটিস রোগের জেনেটিক সংশ্লিষ্টতা নির্ণয়, SARS-CoV-2 সহ বিভিন্ন ভাইরাসের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স নির্ণয় ও এসংক্রান্ত গবেষণা সম্পাদন, ভারী ধাতু প্রশমনকারী ব্যাকটেরিয়া সনাক্তকরণ, টেক্সটাইল ও লেদার ইন্ডাস্ট্রিতে ব্যবহারের জন্য এনজাইম উৎপাদন, বারকোডিং এর মাধ্যমে বিভিন্ন উৎসের উদ্ভিদ, মৎস্য ও প্রাণী সনাক্তকরণ এবং প্রথমবারের মতো মেটাজিনোমিক্স-এর মাধ্যমে বাংলাদেশি জনবসতির অন্ত্রের মাইক্রোবায়োমের বিশ্লেষণ সম্পন্ন করা হয়েছে। এনআইবি জীবপ্রযুক্তি বিষয়ক গবেষণার পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ উন্নয়ন কার্যক্রমসহ বিভিন্ন সেবা যেমন ডিএনএ সিকোয়েন্সিং, জিনোম এসেম্বলি, রোগ সৃষ্টিকারী জীবাণু ও বিভিন্ন প্রাণী প্রজাতির মলিকুলার সনাক্তকরণ ইত্যাদি প্রদান করছে। প্রতিষ্ঠানটি আমাদের দেশে জীবপ্রযুক্তির বিভিন্ন কার্যক্রম পরিচালনায় ন্যাশনাল রিসোর্স সেন্টার ও ন্যাশনাল ফোকাল পয়েন্ট হিসাবে ভূমিকা পালন করছে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে জীবপ্রযুক্তি বিষয়ে এনআইবি বাংলাদেশের নোডাল এজেন্সি হিসেবে কাজ করেছে। এছাড়াও এনআইবি ইন্টারন্যাশনাল সেন্টার ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (ICGEB), ত্রিয়েস্তে, ইতালি এর বাংলাদেশস্থ অধিভুক্ত প্রতিষ্ঠান। [মো. সলিমুল্লাহ]