অটোট্রফ

Mukbil (আলোচনা | অবদান) কর্তৃক ০৪:৩৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে সংশোধিত সংস্করণ ("'''অটোট্রফ''' (Autotroph) অটোট্রফ অর্থ স্বভোজী। যেসব জীব সূর্য কিং..." দিয়ে পাতা তৈরি)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

অটোট্রফ (Autotroph) অটোট্রফ অর্থ স্বভোজী। যেসব জীব সূর্য কিংবা অজৈব রাসায়নিক বিক্রিয়া থেকে শক্তি নিয়ে CO2 ব্যবহার করে জটিল জৈব অণু বা খাদ্য তৈরি করতে পারে তারা স্বভোজী নামে পরিচিত। উদ্ভিদ, শৈবাল এবং নানা ব্যাকটেরিয়া সালোকসংশ্লেষণের মাধ্যমে সূর্য থেকে শক্তি নেয়। এসব জীব এবং রাসায়নিক বিক্রিয়াকে ব্যবহার করে শক্তি অর্জন করা অন্যান্য কিছু জীব (রাসায়নিক সংশ্লেষণ) নিয়ে স্বভোজী গ্রুপ তৈরি হয়েছে। সালোকসংশ্লেষণের ক্ষেত্রে, স্বভোজীরা CO2 এবং হাইড্রোজেনের উৎস তথা H2O থেকে কার্বোহাইড্রেট উৎপন্ন করে। এতে ক্লোরোফিলযুক্ত কোষ এবং আলোর প্রয়োজন হয়। এভাবে, সালোকসংশ্লেষীরা নিজেদের খাদ্য তৈরি করে এবং পুরো জৈবিক বিশ্বের খাদ্যের যোগান দেয়। রাসায়নিক সংশ্লেষণ (chemosynthesis) কিছু বিরল স্বভোজীদের দ্বারা ঘটে থাকে। এদেরকে সাধারণত গভীর সমুদ্রের হাইড্রোথার্মাল ভেন্ট, cold seeps, সমুদ্র তলদেশে পড়ে থাকা তিমির মৃতদেহ কিংবা পচনযুক্ত কাঠের গুঁড়ির আশে পাশের দুর্গম পরিবেশে পাওয়া যায়। তারা সাধারণত H2S বা CH4 এর সাথে O2 এর বিক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে থাকে। উদাহরণ হিসেবে গভীর সমুদ্রের হাইড্রোথার্মাল ভেন্ট বা সক্রিয় আগ্নেয়গিরির নিকটে থাকা ব্যাকটেরিয়ার কথা বলা যায় যারা S অথবা H2S এর জারণ ঘটিয়ে খাদ্য উৎপন্ন করে। সকল খাদ্যশৃঙ্খলই স্বভোজীদের দ্বারা শুরু হয়। পাশাপাশি একটি খাদ্য শৃঙ্খলের কার্যকারিতা প্রাথমিক উৎপাদকের (স্বভোজী) দ্বারা গৃহীত শক্তির উপর বহুমাত্রায় নির্ভর করে। [মোহাম্মদ জসিম উদ্দিন]