বাঁকলিয়া থানা

বাঁকলিয়া থানা(চট্টগ্রাম জেলা)  আয়তন: ১২.৩৩ বর্গ কিমি। অবস্থান: ২২°১৯´ থেকে ২২°২৬´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৫০´ থেকে ৯১°৫৪´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে চান্দগাঁও থানা, দক্ষিণে পটিয়া উপজেলা ও কর্ণফুলি নদী, পূর্বে বোয়ালখালী ও কর্ণফুলি থানা, পশ্চিমে কোতোয়ালী থানা।

জনসংখ্যা ১৯৬৮৭৭; পুরুষ ১১০২৩৫, মহিলা ৬৮৬৪২। মুসলিম ১৭৮৯১৫, হিন্দু ১৬৯৬৯, বৌদ্ধ ৬০, খ্রিস্টান ৮১২ এবং অন্যান্য ১২১।

জলাশয় কর্ণফুলি নদী উল্লেখযোগ্য।

প্রশাসন ২০০০ সালের ২৭ মে কোতোয়ালী ও চান্দগাঁও থানার অংশ নিয়ে বাঁকলিয়া থানা গঠিত হয়।

থানা
ওয়ার্ড ও ইউনিয়ন মহল্লা জনসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
শহর গ্রাম শহর গ্রাম
৩+১ (আংশিক) ১৯৬৮৭৭ - ১৫৯৬৭ ৫০.৫০ -
ওয়ার্ড ও ইউনিয়ন
ওয়ার্ড নম্বর ও ইউনিয়ন আয়তন (বর্গ কিমি) লোকসংখ্যা শিক্ষার হার (%)
পুরুষ মহিলা
ওয়ার্ড  নং-১৭ ২.৫৬ ৩৩৫৬৫ ২৬৯০৫ ৬৪.৮০
ওয়ার্ড  নং-১৮ ২.৭২ ২৭৮৩৯ ২৩৯৬৩ ৪৩.৪০
ওয়ার্ড  নং-১৯ ১.৬০ ৩৯১২৫ ৩০৩২০ ৪২.১০
ওয়ার্ড  নং-৩৫ (আংশিক) ৫.৪৫ ৯৭০৬ ৫৪৫৪ ৫২.৯০

সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ২৬, মন্দির ৭, মাযার ৮। উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠান: আফগান মসজিদ, মদিনা মসজিদ, মজিদ হাজী মোজাহের সওদাগরের মসজিদ, হাজী ইকবাল বায়তুল আমান জামে মসজিদ, হযরত আলহাজ্ব ইসমাইল শাহের মাযার, মকবুল ফকিরের মাযার, শ্রী শ্রী কৃষ্ণ মন্দির, নারায়ণ মন্দির, শিবমন্দির,  শ্রী লোকনাথ মন্দির।

শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৫০.৫০%; পুরুষ ৫৪.৪০%, মহিলা ৪৫.৪০%। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: দিলোয়ারা জাহান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ, কর্ণফুলি পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম সরকারি কর্মাশিয়াল ইনস্টিটিউট, শহীদ এনএমএম জে কলেজ, বিএড কলেজ, বাঁকলিয়া সরকারি ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়, বাঁকলিয়া আদর্শ গার্লস হাইস্কুল, বাঁকলিয়া উচ্চ বিদ্যালয়, পূর্ব বাঁকলিয়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, মাজিদিয়া ইসলামিয়া মাদ্রাসা, ছুন্নিয়া আজমদিয়া করিমিয়া মাদ্রাসা, হযরত নূর শাহ হাফেজিয়া মাদ্রাসা।

গুরুত্বপূর্ণ স্থাপনা তৃতীয় কর্ণফুলি সেতু (দৈর্ঘ্য ৯৫০ মিটার, প্রস্থ ২৪ মিটার)।

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ২.২২%, অকৃষি শ্রমিক ২.১৬%, শিল্প ২.৭৪%, ব্যবসা ২৫.৫৬%, পরিবহণ ও যোগাযোগ ১৫.০৮%, নির্মাণ ৩.৩৭%, ধর্মীয় সেবা ০.২০%, চাকরি ২৩.০৪%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ৩.১৪% এবং অন্যান্য ২২.৪৯%।

কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৩৪.১০%, ভূমিহীন ৬৫.৯০%।

শিল্প ও কলকারখানা ক্লিওপেটরা নিট ডিজাইন লিঃ, এরিনা ফ্যাশন লিঃ, হ্যারডস এ্যাপারেলস লিঃ, সেঙ্গুইন এ্যাপারেলস লিঃ, ইউনিটি এ্যাপারেলস লিঃ, প্রভাতী এ্যাপারেলস লিঃ, ইনভেন্ট ক্লথিং লিঃ, নীট টাওয়ার এ্যাপারেলস লিঃ, রাফি এ্যাপারেলস লিঃ, মেট্রো এ্যাপারেলস লিঃ উল্লেখযোগ্য।

হাটবাজার ও শপিং কমপ্লেক্স  চাক্তাই চেয়ারম্যান বাজার, রাজাখালী বাজার, বউ বাজার, জামাই বাজার, চাক্তাই বেড়া বাজার, সাজেদা শপিং কমপ্লেক্স, রিভার সিটি মার্কেট, কর্ণফুলি মার্কেট, আমানত সিদ্দিক শপিং মল, কর্ণফুলি সিটি গার্ডেন এন্ড এ্যাপার্টমেন্ট উল্লেখযোগ্য।

বিদ্যুৎ ব্যবহার এ থানার সব’কটি মহল্লা বিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৮৪.১১% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

পানীয়জলের উৎস নলকূপ ৮০.১২%, পুকুর ০.৩৭%, ট্যাপ ১৮.৪৬% এবং অন্যান্য ১.০৫%।

স্যানিটেশন ব্যবস্থা এ থানার ৭৪.৮২% পরিবার স্বাস্থ্যকর এবং ২৩.২০% পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ১.৯৮% পরিবারের  কোনো ল্যাট্রিন সুবিধা নেই।

এনজিও ব্রাক, আশা, টিএমএসএস।  [মোঃ আব্দুল বাতেন]

তথ্যসূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।