গুরুনাথ বিদ্যানিধি
গুরুনাথ বিদ্যানিধি (১৮৬২-১৯৩১) সংস্কৃত পন্ডিত। ঢাকার বিক্রমপুরে তাঁর জন্ম। তিনি গ্রামের চতুষ্পাঠীতে কলাপব্যাকরণ, কাব্য ও দর্শনশাস্ত্র অধ্যয়ন করেন। গ্রামে জীবিকার্জনের সম্ভাবনা না থাকায় ১৮৯১ সালে তিনি কলকাতা যান। সেখানে প্রথমে কিছুদিন তিনি পৌরোহিত্য করেন; পরে একটি চতুষ্পাঠী স্থাপন করে অধ্যাপনায় নিযুক্ত হন।
গুরুনাথ অনেক ছাত্রপাঠ্য পুস্তক ও অন্যান্যবিষয়ক গ্রন্থ রচনা করেছেন। অনেক গুরুত্বপূর্ণ সংস্কৃত গ্রন্থ তিনি সম্পাদনাও করেছেন। তাঁর মৌলিক গ্রন্থ হচ্ছে বিবাহদর্পণ, নিত্যকর্মশিক্ষা, শব্দরূপকল্পদ্রুম ইত্যাদি এবং সম্পাদিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মুগ্ধবোধব্যাকরণ, দশকুমারচরিত, মিত্রলাভ ইত্যাদি। এ গ্রন্থগুলি সংস্কৃত বিষয়ের ছাত্র, শিক্ষক ও গবেষকদের নিকট খুবই গুরুত্ব লাভ করে। বিশেষ করে মুগ্ধবোধব্যাকরণ, মিত্রলাভ, অমরকোষ, সাহিত্যদর্পণ ও ছন্দোমঞ্জরী গ্রন্থগুলি পূর্ব ও পশ্চিম বাংলায় সংস্কৃত চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পান্ডিত্যের স্বীকৃতিস্বরূপ পূর্ববঙ্গ সারস্বত সমাজ তাঁকে ‘বিদ্যানিধি’ উপাধিতে ভূষিত করে। [দিলীপ কুমার ভট্টাচার্য্য]