যমুনা ব্যাংক লিমিটেড
যমুনা ব্যাংক লিমিটেড বাংলাদেশের বেসরকারি খাতের একটি বাণিজ্যিক ব্যাংক। এটি কোম্পানি আইন ১৯৯৪-এর অধীনে একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে ২ এপ্রিল ২০০১ তারিখে নিবন্ধিত হয়। ব্যাংকটি প্রতিটি ১০০ টাকা মূল্যের ৫ মিলিয়ন সাধারণ শেয়ারে বিভক্ত ১৬০০ মিলিয়ন টাকা অনুমোদিত মূলধন নিয়ে ৩ জুন ২০০১ তারিখে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। শুরুতে এর অনুমোদিত মূলধন ছিল ৩৯০ মিলিয়ন টাকা এবং উদ্যোক্তা পরিচালকগণ কর্তক তা সম্পূর্ণভাবে পরিশোধিত।
আমানত গ্রহণ, ঋণদান, বৈদেশিক বাণিজ্য ও প্রকল্পে অর্থায়নসহ এ ব্যাংকটি সকল প্রচলিত বাণিজ্যিক ব্যাংকিং কার্যক্রমে অংশগ্রহণ করে। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বৈদেশিক মুদ্রা ব্যবসায় ও বৈদেশিক বাণিজ্যে ব্যাপকভাবে অংশগ্রহণ করে আসছে। ২০১০ সাল পর্যন্ত যমুনা ব্যাংক বিশ্বের ৭২৮টি স্থানের ২০৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে করেসপন্ডেন্ট সম্পর্ক স্থাপন করেছে। ব্যাসেল-২ এর মূলধন কাঠামো সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য মূলধন কাঠামো যুক্তিযুক্ত রাখার লক্ষ্যে উচ্চক্ষমতা সম্পন্ন একটি বাস্তবায়ন কমিটি গঠন যমুনা ব্যাংকের একটি উল্লেখযোগ্য কার্যক্রম। ইতোমধ্যে ব্যাংক তার প্রধান কার্যালয় ও শাখা পর্যায়ে নির্বাহীদের এ বিষয়ে প্রশিক্ষিত করে তুলেছে; যাতে মূলধন বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্দেশিত পর্যায়ে রাখা সুনিশ্চিত করা যায়।
মৌল তথ্য ও পরিসংখ্যান (মিলিয়ন টাকায়) | ||||||
বিবরণ | ২০০৪ | ২০০৫ | ২০০৬ | ২০০৭ | ২০০৮ | ২০০৯ |
অনুমোদিত মূলধন | ১৬০০ | ১৬০০ | ১৬০০ | ৪০০০ | ৪০০০ | ৪০০০ |
পরিশোধিত মূলধন | ৪২৯ | ৪২৯ | ১০৭৩ | ১২২৬ | ১৩১৩ | ১৬২২ |
রিজার্ভ | ২৪৬ | ৪৮৮ | ৬২৯ | ৬৪৭ | ১১৩১ | ২৩৭৬ |
আমানত | ১০২৬৫ | ১৪৪৫৪ | ১৭২৮৫ | ২০৯২৪ | ২৭৩০৮ | ৪২৩৫৬ |
(ক) তলবি আমানত | ৮৬৮ | ১৭৬৫ | ২৩৯৭ | ৩১৫৯ | ৩৯৫২ | ৫৬৪২ |
(খ) মেয়াদি আমানত | ৯৩৯৭ | ১২৬৮৯ | ১৪৮৮৮ | ১৭৭৬৫ | ২৩৩৫৬ | ৩৬৭১৪ |
ঋণ ও অগ্রিম | ৬৭২৩ | ১১০১২ | ১২৭৯৭ | ১৬৬১৭ | ২১০৩৭ | ৩২২৮৮ |
বিনিয়োগ | ১১৬৪ | ২০৩৮ | ২৫৫৩ | ৪২৩৯ | ৪২৩৯ | ৮৫০৩ |
মোট পরিসম্পদ | ১৬৩৯৫ | ১৬৮৬৪ | ২০১৫৭ | ২৬৪০৫ | ৩১৬৪৭ | ৪৮৭৩১ |
মোট আয় | ১৩৯৭ | ১৭২৭ | ২৭৫০ | ৩১০৩ | ৪০৭৫ | ৫৮১৭ |
মোট ব্যয় | ১০৮৯ | ১৩০৭ | ২০৪৯ | ২২৭৯ | ৩০৩৪ | ৩৯০৩ |
বৈদেশিক মুদ্রা ব্যবসা পরিচালনা | ১২৮৮৮ | ১৮২৭৭ | ২৯৩০৪ | ৩৮৬৮৮ | ৫২০৯৪ | ৭০৭৫০ |
(ক) রপ্তানি | ৪৭৯১ | ৬৫২২ | ১১৫৮৪ | ১৩৯৯০ | ১৮৬১৭ | ২১৪০৭ |
(খ) আমদানি | ৭৯২৩ | ১১১৫২ | ১৫৪৫৮ | ২২১৯২ | ৩০৩১২ | ৪৬৬৮৫ |
(গ) রেমিট্যান্স | ১৭৪ | ৬০৩ | ২২৬২ | ২৫০৬ | ৩১৬৫ | ২৬৫৮ |
মোট জনশক্তি (সংখ্যায়) | ৪৩৮ | ৫২৫ | ৬৭০ | ৮৬১ | ৯৩৮ | ১২১৫ |
(ক) কর্মকর্তা | ৩৬০ | ৪১৯ | ৫২৪ | ৬৮৬ | ৭৪২ | ৯৫১ |
(খ) কর্মচারী | ৭৮ | ১০৬ | ১৪৬ | ১৭৫ | ১৯৬ | ২৬৪ |
বিদেশি প্রতিষঙ্গী ব্যাংক (সংখ্যায়) | ৯৬ | ৩৯০ | ৬৩০ | ৭১৫ | ৭১৫ | ৭৩০ |
শাখা (সংখ্যায়) | ১৯ | ২৩ | ২৭ | ৩৫ | ৩৯ | ৫৪ |
(ক) দেশে | ১৯ | ২৩ | ২৭ | ৩৫ | ৩৯ | ৫৪ |
(খ) বিদেশে | - | - | - | - | - | - |
কৃষিখাতে | ||||||
(ক) ঋণ বিতরণ | - | - | - | - | ৯০ | ৩৯১ |
(খ) আদায় | - | - | - | - | ৪ | ১৭১ |
শিল্পখাতে | ||||||
(ক) ঋণ বিতরণ | ৫০৪১ | ৩৭৩৯ | ১৯৪২ | ৭৬৬৮ | ১০৪৩৩ | ২১৭০১ |
(খ) আদায় | ২৫৭৪ | ১৭৩৯ | ৭৮৩ | ৪৬৯৯ | ৭১০২ | ১২২৭৩ |
খাতভিত্তিক ঋণের স্থিতি | ||||||
(ক) কৃষি ও মৎস্য | ৯ | ৮ | ১৬৯ | ২৫ | ১১৪ | ১৯৮ |
(খ) শিল্প | ৪০৪ | ১৬৯৯ | ২০৯২ | ৩১৯৪ | ৩৭১১ | ৬৭৮৯ |
গ) ব্যবসা-বাণিজ্য | ৩৭৯০ | ৫৮৬৬ | ৬০৩৮ | ৮৬০৭ | ৯৮০৬ | ১৪০২৫ |
(ঘ) দারিদ্র্য বিমোচন | - | - | - | - | - | ১৮ |
উৎস অর্থবিভাগ, অর্থ মন্ত্রনালয়, বাংলাদেশ সরকার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যাবলী, ২০০৪-০৫ থেকে ২০০৯-১০।
যমুনা ব্যাংক লিমিটেড সম্পদের মান সংরক্ষণ, মূলধন পর্যাপ্ততা, সম্পদের গুণগত মান, দক্ষ ব্যবস্থাপনা, সন্তোষজনক উপার্জন ও তারল্যের মতো প্রধান প্রধান লক্ষ্য সামনে রেখে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। গ্রাহক সেবা আরও দ্রুত ও স্বল্প সময়ে দেওয়ার জন্য ২০০৫ সাল থেকে যমুনা ব্যাংক অন-লাইন ব্যাংকিং সেবা কার্যক্রম শুরু করেছে। ব্যাংকটি ইতোমধ্যে ৮২টি এটিএম বুথ স্থাপন, সরাসরি ডেবিট কার্ড, সীমিত পর্যায়ে ক্রেডিট কার্ড, টেলি ব্যাংকিং প্রবর্তন করেছে। স্বল্প সময়ের মধ্যে ক্রেডিট কার্ড, টেলি ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং ও এসএমএস ব্যাংকিং প্রবর্তনের পরিকল্পনা রয়েছে ব্যাংকটির। যমুনা ব্যাংক লিমিটেড আমদানি ও রপ্তানি অর্থায়নসহ ব্যাবসা-বাণিজ্য, মাঝারি ও বড় শিল্প প্রতিষ্ঠানে মেয়াদি ঋণ ও চলতি মূলধন খাতে অধিকাংশ ঋণ বিতরণ করে থাকে। তবে ক্ষুদ্র ও কুটির শিল্পে ব্যাংকটি উল্লেখযোগ্য পরিমাণ ঋণ বিতরণ করে থাকে।
যমুনা ব্যাংক কর্তৃক চালুকৃত ডিপোজিট স্কিমগুলির মধ্যে ম্যারেজ ডিপোজিট স্কিম, লাখপতি ডিপোজিট স্কিম, মিলিয়নিয়ার ডিপোজিট স্কিম, কোটিপতি ডিপোজিট স্কিম, এডুকেশন সেভিংস্ স্কিম, মানথলি বেনিফিট স্কিম, মানথলি সেভিংস্ স্কিম এবং ডাবল গ্রোথ ডিপোজিট স্কিম বিশেষভাবে উল্লেখযোগ্য। যমুনা ব্যাংক মানব কল্যাণ ও সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে সমাজের সুবিধাবঞ্চিত মেধাবি ছাত্র-ছাত্রীদেরকে পুরস্কৃত এবং তাদের লেখাপড়ার দায়-দায়িত্ব নিয়ে থাকে। বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও রক্তদান কর্মসূচি আয়োজন এবং গরিব-দুঃস্থদের নিয়মিত আর্থিক সাহায্য প্রদান ব্যাংকটির সামাজিক দায়িত্ব পালনের অপর উল্লেখযোগ্য কর্মধারা।
১৩ সদস্যবিশিষ্ট একটি পরিচালক পর্ষদের ওপর ব্যাংকটির সার্বিক ব্যবস্থাপনা ও নীতিকৌশল অনুমোদনের কর্তৃত্ব ন্যস্ত। ব্যবস্থাপনা পরিচালক এর প্রধান নির্বাহি কর্মকর্তা। ব্যাংকের প্রধান কার্যালয় চিনি শিল্প ভবন, ৩ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা ১০০০-এ অবস্থিত। [মো. আশিক ইকবাল]