মোহামেডান এসোসিয়েশন অব দি আঞ্জুমান-ই-ইসলামিয়া, দিনাজপুর
মোহামেডান এসোসিয়েশন অব দি আঞ্জুমান-ই-ইসলামিয়া, দিনাজপুর দিনাজপুর জেলায় মুসলমানদের শিক্ষা ও ধর্মীয় অধিকার নিয়মতান্ত্রিক পন্থায় আদায় করার জন্য এ প্রতিষ্ঠানটি জন্মলাভ করে। উক্ত এসোসিয়েশনের সভাপতি ছিলেন মৌলভী একিনউদ্দিন আহমেদ, সহ-সভাপতি সৈয়দ আকবর আলী, সেক্রেটারি মৌলভী চৌধুরী মো. ঈসা বি.এল উকিল (দিনাজপুর বার) এবং সহকারী সেক্রেটারি ছিলেন মৌলভী হাসান আলী আহমেদ (পাকিস্তান আমলের মুসলিমলীগ সরকারের মন্ত্রী হাসান আলী নন)। উক্ত এসোসিয়েশনের উদ্দেশ্য ছিল (ক) সরকারি চাকুরীতে মুসলমানদের অধিকহারে নিয়োগ দান; (খ) দিনাজপুরে মুসলমানদের শিক্ষা ক্ষেত্রে উন্নতি সাধন; (গ) মুসলমান ছাত্রদের জন্য অধিক সংখ্যক মক্তব, মাদ্রাসা, এম.ই স্কুল প্রতিষ্ঠা ও হোস্টেল নির্মাণ এবং (ঘ) মুসলমানদের ধর্মীয় সামাজিক অবস্থার উন্নতি সাধন ইত্যাদি। উক্ত এসোসিয়েশনের আন্দোলনের ধারাবাহিকতায় দিনাজপুর জিলা স্কুলে অধ্যয়নরত মুসলমান ছাত্রদের আবাসন সমস্যা দূরীকরণের জন্য ‘মুসলিম স্টুডেন্টস্ এডুকেশন বোর্ডিং’ ১৯১০ সালে প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীকালে শহরের অন্যান্য স্কুলের মুসলমান ছাত্রদের জন্য তা উন্মুক্ত করা হয়। দিনাজপুর পৌরসভা হাইস্কুল (বাংলা স্কুল) সন্নিকটে অবস্থিত বর্তমান দিনাজপুর সরকারি কলেজের আই.এ সেকশন বিল্ডিংটি উক্ত হোস্টেল ছিল। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সূচনায় মোহামেডান এসোসিয়েশন মৌলভী একিনউদ্দিনের নেতৃত্বে ‘দিনাজপুর মুসলিম সভা’ নাম ধারণ করে আন্দোলন চালিয়ে যায়। ১৯২১-১৯২২ সালে খিলাফত ও অসহযোগ আন্দোলনে মুসলিম সভা অন্যান্য দলের সাথে অন্দোলনে অংশগ্রহণ করে। [মুহম্মদ মনিরুজ্জামান]