মিলিবাগ

Mukbil (আলোচনা | অবদান) কর্তৃক ০৬:৫৮, ৪ মার্চ ২০১৫ তারিখে সংশোধিত সংস্করণ
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

মিলিবাগ  Pseudococidae গোত্রের কতকগুলি Homopteran কীটের সাধারণ নাম। এরা গাছ, বাহারি উদ্ভিদ ও গ্রীনহাউসের গাছগাছালির ক্ষতিকর কীট। দেহনিঃসৃত মোমের মতো এক প্রকার পদার্থে এদের দেহ আবৃত থাকে বলেই এই নাম। স্ত্রী কীট ডানাহীন, ডিম্বাকৃতি শরীর কয়েক খন্ডে বিভক্ত, পা বিকশিত, দৈর্ঘ্য ১-৫ মিমি। গোত্রের শনাক্তযোগ্য বৈশিষ্ট্য পায়ুবলয়ে চার বা ততোধিক সিটা বা লোমসদৃশ অঙ্গ, নয় খন্ডে বিভক্ত শুঙ্গ। মন্থরগতির প্রাপ্তবয়স্ক স্ত্রী মিলিবাগই সাধারণত বেশি দেখা যায়। পুরুষরা দেখতে ডাঁশ মাছির মতো, একজোড়া ডানা আছে। পুরুষদের মুখোপাঙ্গ অবলুপ্ত, এরা খাদ্যগ্রহণ করে না। স্ত্রী মিলিবাগের মুখোপাঙ্গ উদ্ভিদরস পানের উপযোগী লম্বা ও চোষণক্ষম। পৃথিবীতে মিলিবাগের প্রজাতির সংখ্যা প্রায় ৪০০।

সারণি বাংলাদেশে প্রাপ্ত সাধারণ মিলিবাগের নাম এবং এদের পোষক-উদ্ভিদ।

মিলিবাগ প্রজাতি সাধারণ পোষক উদ্ভিদ
Antonina graminis আখ
Antonina zonata বাঁশ
Birendracoccus saccharifolii আখ
Brevennia rehi ধান, আখ
Coccidohystrix insolita বেগুন
Dysmicoccus brevipes সয়াবিন, পেয়ারা, আখ, আনারস, কলা
Ferrisia virgata বেল, চাপাতা, মরিচ, কফি, লেবু, পাট, তুলা, পেয়ারা, টমেটো
Kiritshenkella sacchari আখ
Maconellicoccus hirsutus তুলা
Nipaecoccus viridis কাঁঠাল, লেবু, ঢেঁড়স, আলু, সয়াবিন, তুলা
Palmicultor palmarum নারিকেল, তাল
Planococcus citri লেবু, পেয়ারা, সফেদা
Planococuss pacificus পেয়ারা
Pseudococcus filamentosus সয়াবিন
Rastrococcus iccryoides আম
Rastrococcus mangiferae আম
Rastrococcus spinosus লেবু, আম, পেয়ারা
Saccharicoccus sacchari আখ

[বিধান চন্দ্র দাস]