আহমদ, তাসাদ্দুক
আহমদ, তাসাদ্দুক (১৯২৩-২০০১) রাজনীতিক, সমাজকর্মী, মুক্তিযোদ্ধা। তাসাদ্দুক আহমদ ১৯২৩ সালের ২ এপ্রিল সিলেটের গোলাপগঞ্জ থানার ভাদেশ্বর গ্রামে জন্ম গ্রহণ করেন। পিতা মদরিছ আহমদ চৌধুরী ছিলেন একজন ম্যাজিস্ট্রেট। তাসাদ্দুক আহমদ ছিলেন তাঁর জ্যেষ্ঠ সন্তান।
কৈশোর থেকেই তাসাদ্দুক আহমদ ছিলেন শ্রেণিহীন সমাজ গঠনে সংকল্পবদ্ধ। এই জন্য তিনি নিজ ভূস্বামী পরিবারের ‘চৌধুরী’ পদবি পরিত্যাগ করেন (১৯৪৩)। তিনি দৈনিক পাকিস্তান অবজার্ভার ও দৈনিক সংবাদের প্রধান রিপোর্টার হিসেবে কাজ করেন। ১৯৪৮ ও ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তাঁর নামে হুলিয়া জারি করা হয়। ১৯৫৪ সালে তিনি লন্ডন গমন করেন এবং হোটেল ও অন্যান্য ব্যবসায় সাফল্য অর্জন করেন। প্রবাসী বাঙ্গালীদের কল্যাণে তিনি সেখানে সংগঠন গড়ে তোলেন। ব্রিটিশ সরকারের নিকট তিনি প্রবাসী বাঙ্গালীদের সমস্যাদি তুলে ধরার চেষ্টা করেন। তিনি ইস্টার্ণ নিউজ নামে একটি পত্রিকা প্রকাশ করেন। পরবর্তীকালে তিনি দেশের ডাক নামে আরেকটি পত্রিকা প্রকাশ করেন। এটি ছিল ব্রিটেনে প্রকাশিত প্রথম বাংলা পত্রিকা।
তাসাদ্দুক আহমদ ১৯৬৯-এর গণঅভ্যুত্থান ও একাত্তরের মুক্তিযুদ্ধের পক্ষে তহবিল ও বিশ্ব জনমত গঠনে অসাধারণ ভূমিকা পালন করেন। ব্রিটেনে তাঁর গ্যাঞ্জেস রেস্টুরেন্ট ছিল বাঙ্গালীর মুক্তিযুদ্ধের এক অঘোষিত অফিস। ব্রিটেনে বর্ণবাদ বিরোধী আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। তাঁর জনকল্যাণমূলক কর্মকান্ডের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার তাঁকে MBE (Member of British Empire) খেতাবে ভূষিত করে। ২০০১ সালের ৮ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। [মোঃ জহিরুল ইসলাম ভূঁইয়া]