প্লাঙ্কটন

Mukbil (আলোচনা | অবদান) কর্তৃক ০৮:৫২, ১২ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে সংশোধিত সংস্করণ
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

প্লাঙ্কটন (Plankton)  জলজ বাস্ত্ততন্ত্রের ক্ষুদ্র অথবা আণুবীক্ষণিক জীব। এসব জীব কিছুটা সচল বা সম্পূর্ণ নিশ্চল, ভেসে থাকে কিংবা ঢেউয়ের সঙ্গে বা স্রোতে ভেসে চলে। উপকূলীয়, ভাসমান ও তলদেশসহ যাবতীয় জলীয় আবাসস্থলই এসব প্রাণী ও উদ্ভিদের আবাস। শৈবালজাতীয় উদ্ভিদের বড় বড় দল এবং সবুজ শৈবাল, নীল-সবুজ শৈবাল, ডেসমিড, ডায়াটম, প্রোটোজোয়া, রটিফার, ক্ল্যাডোসেরান, কোপেপড ও অস্ট্রাকোডের মতো অমেরুদন্ডী প্রাণী দ্বারা সাধারণত প্লাঙ্কটন দল গঠিত। উপরন্তু এই দলের মধ্যে কখনও কখনও অপরিণত বয়সের কিছু মাছ, বিভিন্ন ধরনের প্রাণীর লার্ভা ও কৃমি থাকে।

প্লাঙ্কটন বাস্ত্তসংস্থানে তাদের অপরিহার্য ভূমিকার জন্য গোটা জলভাগে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ক্ষুদ্র বা আণুবীক্ষণিক হলেও তাদের অবর্তমানে সেখানকার পুরো জীবন প্রক্রিয়াই স্তব্ধ হয়ে যেতে পারে। উদ্ভিদজাত প্ল্যাঙ্কটন (phytoplankton) আলোকশক্তিকে সংশ্লেষপূর্বক খাদ্যে রূপান্তরে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অন্যদিকে কিছু প্রাণিজাত প্লাঙ্কটন (zooplankton) উদ্ভিদ প্লাঙ্কটনের প্রাথমিক খাদক এবং তারা উৎপাদক থেকে পরবর্তী খাদ্যস্তরে শক্তি স্থানান্তর করে একটি প্রাণী থেকে আরেকটিতে শক্তির স্থানান্তর ঘটায়। কিছু মাছ জীবনভর প্লাঙ্কটন আহার করে এবং অধিকাংশ কার্পজাতীয় মাছ প্রধানত প্লাঙ্কটনভোজী। এটি সর্বস্বীকৃত যে পৃথিবীর সমৃদ্ধতম সবগুলি মাছচাষের আবাসগুলিই সেখানকার প্ল্যাঙ্কটন উৎপাদনের সঙ্গে নিবিড়ভাবে জড়িত।

বাংলাদেশের সব জলজ বাস্ত্ততন্ত্র উদ্ভিদ ও প্রাণী প্লাঙ্কটনে সমৃদ্ধ। এ দেশের উদ্ভিদ ও প্রাণী প্লাঙ্কটনের ধারাবাহিক সম্পূর্ণ তালিকা পাওয়া না গেলেও জ্ঞাত উদ্ভিদ প্লাঙ্কটনের মধ্যে উল্লেখযোগ্য Eudorina, Pleodorina, Volvox, Cloroccum, Pediastrum, Oocystis, Tetrallantos, Sceredesmus, Coelastrum, Ulothrix, Gloeotila, Oedogonium, Cladophora, Lolo, Stigeoclorium, Mougeotia, Zygenma, Spirogyra, Microcystis, Aphanothece, Syechococcus, Merismopedia, Dactylococcopis,Spirulina, Oscillatoria, Lynabya, Schizothrix, Symploca, Microcolaus, Cylindrospermum, Wollea, Nostoc, Aradaera, Raphidiopsis, Ssytorema, Monostyla ইত্যাদি গণের বিভিন্ন প্রজাতি।

প্রাণী প্লাঙ্কটনের মধ্যে রয়েছে Diaptomus, Cyclops, Mesocyclops, Macrocyclops, Microcyclops, Cypris, Stenocypris, Cyclestheria, Pleuretra, Rotaria, Embata, Anuraeossia, Brachionus, Platyias, Keratella, Euchlanis, Dipleuchlanis, Triplechilanis, Macrochaetus, Mytilina, Epiphane, Diplois, Monostyla ইত্যাদির প্রজাতি। [আবদুল মালেক ভূঁইয়া]