পদ্মনাভ মিশ্র
পদ্মনাভ মিশ্র (১৬শ শতক) সংস্কৃত পন্ডিত ও ষোড়শ শতকের অদ্বিতীয় নৈয়ায়িক। তাঁর পিতা বলভদ্র মিশ্রও ছিলেন একজন সংস্কৃত পন্ডিত। পদ্মনাভ গৌড়দেশীয় গড়মন্ডলের অধিরাজ্ঞী দুর্গাবতীর সভাপন্ডিত (১৫৪৮-১৫৫৬) এবং আকবরের সভার অন্যতম নৈয়ায়িক ছিলেন। তাঁর কনিষ্ঠ ভ্রাতা ও ছাত্র গোবর্ধন মিশ্র তর্কভাষাপ্রকাশ রচনা করে বিখ্যাত হন।
পদ্মনাভর শিক্ষা ও কর্মজীবন কাটে মূলত কাশীতে। সেখানে তিনি বিভিন্ন পন্ডিতের নিকট ন্যায়, বৈশেষিক, বেদান্ত, ধর্মশাস্ত্র, অলঙ্কারশাস্ত্র ইত্যাদি অধ্যয়ন করেন। ন্যায় ও বৈশেষিক দর্শনের ওপর রচিত তাঁর গ্রন্থগুলি এক সময় সর্বভারতে প্রচলিত ছিল। তিন্রিধানত নৈয়ায়িক পন্ডিত হিসেবেই খ্যাত ছিলেন। ন্যায়দর্শনের ওপর রচিত তাঁর বিখ্যাত কয়েকটি গ্রন্থ হলো: প্রত্যক্ষচিন্তামণিপরীক্ষা, অনুমানমণিপরীক্ষা, শব্দপরীক্ষা ইত্যাদি। বৈশেষিক দর্শনেও তাঁর পান্ডিত্য ছিল ঈর্ষণীয়। তাঁর রচিত বৈশেষিক দর্শনবিষয়ক দুটি বিখ্যাত গ্রন্থ হলো ন্যায়কন্দলীসার ও কিরণাবলীভাস্কর।
পদ্মনাভ দর্শন ছাড়াও কাব্য ও অলঙ্কার বিষয়েও বহু গ্রন্থ রচনা করেন। স্বীয় পৃষ্ঠপোষক রাজা রামচন্দ্রের পূত্র বীরভদ্রদেবের কীর্তি অবলম্বনে তিনি রচনা করেন গদ্য-পদ্যময় কাব্য বীরভদ্রদেবচম্পূ। অলঙ্কারশাস্ত্রে জয়দেবের চন্দ্রালোকের ওপর রচিত তাঁর একটি বিখ্যাত টীকাগ্রন্থ হলো শরদাগম। এছাড়া দুর্গাবতীপ্রকাশ নামে ধর্মশাস্ত্রের একটি গ্রন্থ এবং খ নপরাক্রম নামে একটি বেদান্তশাস্ত্রীয় গ্রন্থও তিনি রচনা করেন [সত্যনারায়ণ চক্রবর্তী]