নিউ মার্কেট থানা
নিউমার্কেট থানা (ঢাকা মেট্রোপলিটন) আয়তন: ১.৬৭ বর্গ কিমি। অবস্থান: ২৩°৪৩´ থেকে ২৩°৪৩´ উত্তর অক্ষাংশ এবং ৯০°২২´ থেকে ৯০°২৩´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে ধানমন্ডি ও কলাবাগান থানা, দক্ষিণে লালবাগ থানা পূর্বে শাহবাগ থানা, এবং পশ্চিমে হাজারীবাগ থানা।
জনসংখ্যা ৬৬৪৩৯; পুরুষ ৪২৩৯৯, মহিলা ২৪০৪০। মুসলিম ৬১১৯১, হিন্দু ৪১২৬, বৌদ্ধ ৬৩১, খ্রিস্টান ৪৬৪ এবং অন্যান্য ৬৬।
প্রশাসন ২০০৫ সালের ২৭ জুন ধানমন্ডি থানার অংশ বিশেষ নিয়ে নিউমার্কেট থানা গঠন করা হয়।
থানা | ||||||||
সিটি ওয়ার্ড | মহল্ললা | জনসংখ্যা | ঘনত্ব (প্রতি বর্গ কিমি) | শিক্ষার হার (%) | ||||
শহর | গ্রাম | শহর | গ্রাম | |||||
১ | ৮ | ৬৬৪৩৯ | - | ৩৯৭৮৪ | ৮২.৩২ | - |
ওয়ার্ড | ||||||||
ওয়ার্ডের নাম ও নম্বর | আয়তন (বর্গ কিমি) | লোকসংখ্যা | শিক্ষার হার (%) | |||||
পুরুষ | মহিলা | |||||||
ওয়ার্ড নং-৫২ | ১.৬৭ | ৪২৩৯৯ | ২৪০৪০ | ৮২.৩২ |
সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
মুক্তিযুদ্ধের ঘটনাবলি ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তান আর্মি পিলখানা ইপিআর সদস্যদের উপর অতির্কিত হামলা চালিয়ে বহুসংখ্যক ইপিআর সদস্যদের হত্যা এবং অবশিষ্টদের অস্ত্রশস্ত্র হস্তগত করে।
ধর্মীয় প্রতিষ্ঠান নিউমার্কেট মসজিদ, ঢাকা কলেজ মসজিদ উল্লেখযোগ্য।
শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার হার গড় হার ৮২.৩২%; পুরুষ ৮৬.২৫%, মহিলা ৭৫.২৭%। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: ইনিস্টিটিউট অব স্যোশাল ওয়েল ফিয়ার (ঢাকা বিশ্ববিদ্যালয়), নর্দান বিশ্ববিদ্যালয়, নায়েম কলেজ, ঢাকা কলেজ (১৮৪১), টিচার্স ট্রেনিং কলেজ, বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ রাইফেলস স্কুল এন্ড কলেজ, নীলক্ষেত উচ্চ বিদ্যালয়, সরকারি ল্যাবরেটরি হাইস্কুল।
সাংস্কৃতিক প্রতিষ্ঠান ক্লাব, সিনেমা হল, কমিউনিটি সেন্টার, খেলার মাঠ। উল্লেখযোগ্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান: বলাকা-বিনাকা ও বিডিআর সিনেমা হল।
গুরুত্বপূর্ণ স্থাপনা বিজিবি হেড কোয়ার্টার, পিলখানা, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, পল্লী উন্নয়ন একাডেমী, টিএন্ডটি অফিস, আইসিএমএবি, কুয়েত-মৈত্রী হল (ঢাকা বিশ্ববিদ্যালয়), বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল (ঢাকা বিশ্ববিদ্যালয়)।
জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ০.৩৫%, অকৃষি শ্রমিক ০.৩২%, শিল্প ১.১৭%, ব্যবসা ৩১.০০%, পরিবহণ ও যোগাযোগ ১.৪০%, নির্মাণ ১.৬৭%, ধর্মীয় সেবা ০.২১%, চাকরি ৫০.৬৪%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ৩.০১% এবং অন্যান্য ১০.২২%।
কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৬৫.৩১%, ভূমিহীন ৩৪.৬৯%।
বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি ধান, পাট, আখ, ডাল।
প্রধান ফল-ফলাদি আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, পেঁপে।
যোগাযোগ বিশেষত্ব মোট সড়ক ২৩.৬৪ কিমি।
বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, গরু ও ঘোড়ার গাড়ি।
শিল্প ও কলকারখানা গার্মেন্টস ও ঔষধ শিল্প।
কুটিরশিল্প স্বর্ণশিল্প, চামড়াশিল্প, সেলাই কাজ।
বাজার ও শপিং সেন্টার নিউমার্কেট, গাউছিয়া মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, কাঁটাবন মার্কেট, চাঁদনি চক সুপার মার্কেট, আল্পনা প্লাজা, ইস্টার্ন মল্লিকা, মাল্টিপ্লান সেন্টার, গ্লোব শপিং কমপ্লেক্স, বদরুদ্দোজা শপিং সেন্টার।
প্রধান রপ্তানিদ্রব্য তৈরি পোশাক, চামড়া শিল্প।
বিদ্যুৎ ব্যবহার এ থানার সবক’টি মহল্লা বিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৯৮.২৩% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।
পানীয়জলের উৎস নলকূপ ৩.৭৮%, পুকুর ০.০৮%, ট্যাপ ৯৪.৬৯% এবং অন্যান্য ১.৪৭%।
স্যানিটেশন ব্যবস্থা এ থানার ৯৭.৮৪% পরিবার স্বাস্থ্যকর এবং ১.৪৭% পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ০.৬৮% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।
স্বাস্থ্যকেন্দ্র পপুলার ডায়াগনস্টিক সেন্টার লি., পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল। [শামসুন নাহার]
তথ্যসূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।