নগর গবেষণা কেন্দ্র
নগর গবেষণা কেন্দ্র (Centre for Urban Studies-CUS) ১৯৭২ সালের ১৩ মে প্রতিষ্ঠিত একটি গবেষণা ও প্রশিণ কেন্দ্র। নগর গবেষণা কেন্দ্র বাংলাদেশে নগরায়ণের সমস্যাবলি, নগরের দারিদ্র্য, বস্তি এবং অনধিকার ভূমি দখল ও বসতি স্থাপন জনিত সমস্যার দিকে নজর দেওয়ার েেত্র অগ্রগণ্য কেন্দ্র। এটি দেশের একটি বহুবিষয় সম্পর্কিত কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে, বিশেষ করে নগর বিদ্যুৎ এবং এ সম্পর্কিত সমস্যাবলির ওপর। এর প্রধান উদ্দেশ্যসমূহ হলো শহরায়ন এবং উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন সমস্যাসমূহ ও বিষয়াবলির উপর বিজ্ঞানসম্মত গবেষণা পরিচালনা এবং এর উন্নতি বর্ধন; এ ধরনের গবেষণালব্ধ জ্ঞানের প্রচার; নগর ও আঞ্চলিক সমীা, পরিকল্পনা, উন্নয়ন এবং ব্যবস্থাপনা েেত্র প্রশিণ পরিচালনা; নগর ও আঞ্চলিক পরিকল্পনা এবং উন্নয়ন সম্পর্কিত পরামর্শ প্রদান কার্যক্রম পরিচালনা। কেন্দ্রটি গবেষণা বিষয়াবলি এবং অন্যান্য সাধারণ পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দেশের অভ্যন্তরের এবং বাইরের বিশ্ববিদ্যালয়সমূহ, বিশেষজ্ঞ, গবেষক ব্যক্তিবর্গ ও গবেষণা প্রতিষ্ঠানসমূহকে সহযোগিতা করে থাকে। এটি এর সদস্যগণ এবং অন্যান্য আগ্রহী ব্যক্তিবর্গকে বক্তৃতা, সেমিনার, কর্মশালা এবং মাঠ পর্যায়ের সমীার মাধ্যমে প্রশিণ প্রদান করে। এ প্রশিণের আওতাভুক্ত বিষয় হলো নগর ও আঞ্চলিক সমস্যাবলি সম্পর্কিত তাত্ত্বিক ও পরীামূলক গবেষণার পদ্ধতি ও গবেষণা নকশা। নগর গবেষণা কেন্দ্র নগর ও আঞ্চলিক সমস্যাবলি সম্পর্কে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সংস্থাসমূহ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাসমূহকেও পরামর্শ সেবা প্রদান করে।
নগর গবেষণা কেন্দ্র নগর ও আঞ্চলিক গবেষণা, পরিকল্পনা এবং উন্নয়ন সম্পর্কিত লেখালেখি, বইপত্র, প্রতিবেদন গবেষণাপত্র সম্বলিত গ্রন্থাগার পরিচালনা করে। গবেষকবৃন্দ এবং অন্যান্য আগ্রহী ব্যক্তিবর্গ অথবা সংগঠনসমূহকে সহায়তা প্রদানের জন্য এর রয়েছে একটি নগর তথ্য ও উপাত্ত কোষ। কেন্দ্রটির এর উদ্দেশ্যের সাথে সম্পর্কিত নিজস্ব প্রকাশনা কর্মসূচি রয়েছে। এটি নগর ও আঞ্চলিক প্রেেিত সাধারণ ও বিশেষায়িত মানচিত্র তৈরি করে। [সুলতানা নাসরিন বেবী]