তুরাগ নদী
তুরাগ নদী (Turag River) লৌহজং নদী টাঙ্গাইল জেলায় তুরাগ নাম ধারণ করে। এটি বর্তমানে ব্রহ্মপুত্র-যমুনা নদীপ্রণালীর অন্তর্ভুক্ত। শুকনা মৌসুমে ক্ষীণকায় হয়ে পড়লেও তুরাগ একটি সক্রিয় নদী। যমুনা নদীর পলি অবক্ষেপ প্রায় সুদূর টঙ্গী খাল পর্যন্ত তুরাগের উপত্যকা জুড়ে রয়েছে। ১৯৫০ সালে আসাম ভূমিকম্পের পর থেকে এমনটা ঘটেছে। ঢাকার মিরপুরের কাছে এটি বুড়িগঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে। নিম্নাংশে নদীটিতে জোয়ারভাটার প্রভাব রয়েছে। সারা বছর এ নদী নৌকা চলাচলের উপযোগী। ময়মনসিংহ ট্রাঙ্ক রোডের দক্ষিণে সমগ্র তুরাগ উপত্যকা বোরো ধান চাষের জন্য খুবই উপযোগী। [সিফাতুল কাদের চৌধুরী]
মানচিত্রের জন্য দেখুন ঢাকা জেলা।