ইন্ডিপেন্ডেন্ট সিডিউল্ড কাস্ট পার্টি
ইন্ডিপেন্ডেন্ট সিডিউল্ড কাস্ট পার্টি প্রকৃতপক্ষে একটি সংসদীয় দল। ১৯৩৮ সালে নিম্নবর্ণের হিন্দু সদস্যরা এটি গঠন করেন। নিম্নবর্ণের এ হিন্দু সদস্যরা ১৯৩৭ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে বঙ্গীয় আইন পরিষদে নির্বাচিত হয়েছিলেন। এ নির্বাচনে নিম্নবর্ণের হিন্দুরা প্রথমবারের মতো সংরক্ষিত ও সাধারণ উভয়বিধ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সংখ্যাগরিষ্ঠ সংরক্ষিত আসনে অ-কংগ্রেসি প্রার্থীরা জয়ী হন। একটি সাধারণ আসনে নিম্নবর্ণের এক তফসিলি প্রার্থী কংগ্রেসের একজন বর্ণহিন্দু প্রার্থীকে পরাজিত করেন। আর একটি সাধারণ আসনে কংগ্রেসের এক তফসিলি প্রার্থীও জয়ী হন। এ নির্বাচনে হেমচন্দ্র নস্করের মতো কতিপয় বিশিষ্ট তফসিলি রাজনীতিবিদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন। শেষ গণনায় দেখা যায় যে, বঙ্গীয় আইন পরিষদে নির্বাচিত ৩২ জন তফশিলি সদস্যের মধ্যে ২৩ জন ছিলেন স্বতন্ত্র, ৭ জন কংগ্রেসদলভুক্ত এবং ২ জন হিন্দু মহাসভার সদস্য। ১৯৩৮ সালে এঁরাই ‘ইন্ডিপেন্ডেন্ট সিডিউল্ড কাস্ট পার্টি’ গঠন করেন। হেমচন্দ্র নস্কর পার্টির সভাপতি ও যোগেন্দ্রনাথ মন্ডল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। জন্মলগ্ন থেকেই এ পার্টি আম্বেদকারের ‘সিডিউল্ড কাস্ট মুভমেন্ট’-এর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলত। একই সঙ্গে মুসলিম লীগএর সঙ্গেও এর রাজনৈতিক সম্পর্ক বিদ্যমান ছিল। বস্ত্তত, দ্বিতীয় ফজলুল হক মন্ত্রিসভার পতনের পর ইন্ডিপেন্ডেন্ট সিডিউল্ড কাস্ট পার্টির সদস্যরা নাজিমউদ্দীন মন্ত্রিসভাকে সমর্থন করে। এঁদের মধ্যে তিনজন যোগেন্দ্রনাথ মন্ডল, প্রেমহরি বর্মণ, পুলিনবিহারী মল্লিক মন্ত্রিত্ব গ্রহণের প্রস্তাব পেয়েছিলেন। ১৯৪৩ সালে ‘বেঙ্গল প্রভিন্সিয়াল সিডিউল্ড কাস্ট ফেডারেশন’ গঠিত হলে ‘ইন্ডিপেন্ডেন্ট সিডিউল্ড কাস্ট পার্টি’র সংখ্যাগরিষ্ঠ সদস্য তাতে যোগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। [রাজশেখর বসু]
গ্রন্থপঞ্জি Masayuki Usuda - ‘Pushed towards the Partition: Jogendranath Mandal and the Constrained Namasudra Movement’, H Kotani (ed), Caste System, Untouchability and the Depressed, Japanese Studies on South Asia, 1, Delhi, 1997; Sekhar Bandyopadhyay, Caste, Politics and the Raj: Bengal 1872-1937, Calcutta, 1990.