খিলগাঁও থানা

Mukbil (আলোচনা | অবদান) কর্তৃক ১০:৪০, ১৬ সেপ্টেম্বর ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

খিলগাঁও থানা (ঢাকা মেট্রোপলিটন)  আয়তন: ১৪.৮৩ বর্গ কিমি। অবস্থান: ২৩°৪৪´ থেকে ২৩°৪৬´ উত্তর অক্ষাংশ এবং ৯০°২৪´ থেকে ৯০°২৯´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে বাড্ডা থানা, দক্ষিণে মতিঝিল থানা, সবুজবাগ ও ডেমরা থানা, পূর্বে রূপগঞ্জ উপজেলা, পশ্চিমে রামপুরা থানা।

জনসংখ্যা ২৩০৯০২; পুরুষ ১২৫৩০৬, মহিলা ১০৫৫৯৬। মুসলিম ২২৫৯৮৫, হিন্দু ৪৮০৪, বৌদ্ধ ৩৮, খ্রিস্টান ৩৬ এবং অন্যান্য ৩৯।

জলাশয় বালু নদী এবং বনশ্রী লেক উল্লেখযোগ্য।

প্রশাসন সবুজবাগ, গুলশান ও ডেমরা থানার কিছু অংশ নিয়ে ১৯৯৮ সালে খিলগাঁও থানা গঠিত হয়। ২০০৯ সালে এ থানার ২২ ও ২৩ নং ওয়ার্ড নিয়ে রামপুরা থানা গঠিত হয়।

থানা
ওয়ার্ড ও ইউনিয়ন মহল্লা জনসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
শহর গ্রাম শহর গ্রাম
৪+১ (আংশিক) ১২ ১৯৭৯৭২ ৩২৯৩০ ১৫৫৬০ ৬৫.৯০ ৫০.১৮
ওয়ার্ড ও ইউনিয়ন
ওয়ার্ড নম্বর ও ইউনিয়ন আয়তন (বর্গ কিমি) লোকসংখ্যা শিক্ষার হার (%)
পুরুষ মহিলা
ওয়ার্ড  নং ২৪ ০.৯৩ ৩৩০৬৬ ২৮১৮৬ ৭৬.৩৭
ওয়ার্ড  নং ২৫ ১.১২ ৪৪৮৪৯ ৩৭৭৮৭ ৭১.৮৯
ওয়ার্ড  নং ২৬ ২.৬২ ২৯৬৭১ ২৪৪১৩ ৪৯.৪৫
দক্ষিণগাঁও ইউনিয়ন (ডেমরা আংশিক) ৪.৮৫ ১৩৬৯৬ ১১৮৪০ ৫৬.২৮
নাসিরাবাদ ইউনিয়ন ৫.৩১ ৪০২৪ ৩৩৭০ ৪৮.১৪

সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ তালতলা প্রাচীন মঠ।

ধর্মীয় প্রতিষ্ঠান খিলগাঁও শাতিলমা মসজিদ, বায়তুল তাকওয়া জামে মসজিদ, খিলগাঁও শাহী মসজিদ, খিলগাঁও ঈদগাহ মসজিদ, বুড়াবুড়ির মন্দির উল্লেখযোগ্য।

শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার  ৫৬.৯২%; পুরুষ ৬০.৭১%, মহিলা ৫২.৩৬%। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: বঙ্গবন্ধু কারিগরি অ্যান্ড বানিজ্য কলেজ, মহানগর কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও মডেল কলেজ, ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, শান্তিপুর হাইস্কুল ও কলেজ, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় (১৯৬৭), বাসাবো উচ্চ বিদ্যালয়, খিলগাঁও মডেল স্কুল, খিলগাঁও সরকারি বালিকা বিদ্যালয়, ঢাকা আইডিয়াল স্কুল, হুসেইন মোহাম্মদ এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেরাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামিয়া মাহমুদীয়া মাদ্রাসা।

সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রভাতী সংসদ ক্লাব, সিপাহীবাদ যুবকল্যাণ সংসদ ক্লাব, খিলগাঁও ক্রীড়া ও সমাজকল্যাণ সংঘ, সূর্যোদয় সংসদ ক্লাব, কখগ ক্লাব, মাইলস্টোন কমিউনিটি সেন্টার।

গুরুত্বপূর্ণ স্থাপনা আনসার হেড কোয়ার্টার।

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ২.৮৭%, অকৃষি শ্রমিক ১.৮২%, শিল্প ১.৮৯%, ব্যবসা ২৪.২৩%, পরিবহণ ও যোগাযোগ ১৮.১৮%, নির্মাণ ৪.২৫%, চাকরি ৩০.২৫%, ধর্মীয় সেবা ০.১৩%, রেন্ট অ্যান্ড রেমিট্যান্স ৩.৭৫% এবং অন্যান্য ১২.৬৩%।

কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৫৬.৩৩%, ভূমিহীন ৪৩.৬৭%।

প্রধান কৃষি ফসল ধান, শাকসবজি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি পাট, চিনা, কাউন।

প্রধান ফল-ফলাদি আম, কাঁঠাল, পেঁপে, পেয়ারা, নারিকেল।

মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগির খামার এ থানায় মৎস্য, হাঁস-মুরগির খামার রয়েছে।

যোগাযোগ বিশেষত্ব মোট সড়ক ৩৯.৪৩ কিমি। খিলগাঁও ফ্লাইওভার উল্লেখযোগ্য।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, ঘোড়ার গাড়ি।

শিল্প ও কলকারখানা পোশাকশিল্প, আইসক্রীম ফ্যক্টরি, বেকারী, করাত কল।

কুটিরশিল্প তাঁতশিল্প, হস্তশিল্প, বেতের কাজ, কাঠের কাজ।

বাজার ও শপিং কমপ্লেক্স  খিলগাঁও তালতলা সুপার মার্কেট, হাজী আনোয়ার কমপ্লেক্স, খিলগাঁও বাজার, দক্ষিণ গোরান বাজার, মেরাদিয়া হাট ও বাজার, নন্দীপাড়া বাজার উল্লেখযোগ্য।

বিদ্যুৎ ব্যবহার এ থানার সবকটি ওয়ার্ড ও ইউনিয়ন বিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৯৬.৬৯% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

পানীয়জলের উৎস নলকূপ ২০.৯২%, ট্যাপ ৭৭.৪০%, পুকুর ০.১৮% এবং অন্যান্য ১.৫০%।

স্যানিটেশন ব্যবস্থা এ থানার ৮৩.২৬% পরিবার স্বাস্থ্যকর এবং ১৫.৮২% পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ০.৯২% পরিবারের  কোনো ল্যাট্রিন সুবিধা নেই।

স্বাস্থ্যকেন্দ্র আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্ট, লায়ন্স চক্ষু হাসপাতাল, যমুনা ডায়গনস্টিক সেন্টার, মডেল ডায়গনস্টিক সেন্টার, বাঁধন প্যাথলজিক্যাল সেন্টার।

এনজিও ব্র্যাক, আশা, প্রশিকা, ক্যাপ।  [মোঃ তুহীন মোল্লা]

তথ্যসূত্র   আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।