কর্ণফুলি থানা
কর্ণফুলি থানা (চট্টগ্রাম মেট্রোপলিটন) আয়তন: ১৩৬.৫৯ বর্গ কিমি। অবস্থান: ২২°১১´ থেকে ২০°২২´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৪৭´ থেকে ৯১°৫২´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে চাঁদগাঁও থানা ও বোয়ালখালী উপজেলা, পূর্বে পটিয়া ও আনোয়ারা ও বোয়ালখালি উপজেলা, দক্ষিণে আনোয়ারা উপজেলা এবং পশ্চিমে পতেঙ্গা ও বন্দর (চট্টগ্রাম) থানা।
জনসংখ্যা ১৭৯১৪৮; পুরুষ ৯৪৪৭২, মহিলা ৮৪৬৭৬। মুসলিম ১৬৬৭৫৫, হিন্দু ১০২২৬, বৌদ্ধ ৫২৩, খ্রিস্টান ১৫২৬ এবং অন্যান্য ১১৮।
জলাশয় প্রধান নদী: কর্ণফুলি।
প্রশাসন ২০০০ সালের ২৭ মে আনোয়ারা, বোয়ালখালী ও পটিয়া উপজেলার অংশ নিয়ে কর্ণফুলি থানা গঠিত হয়।
থানা | ||||||
ওয়ার্ড ও ইউনিয়ন | মহল্লা | জনসংখ্যা | ঘনত্ব (প্রতি বর্গ কিমি) | শিক্ষার হার (%) | ||
শহর | গ্রাম | শহর | গ্রাম | |||
- | ১৭৯১৪৮ | ১৩১২ | - | ৪৫.৭০</nowiki> |
ওয়ার্ড ও ইউনিয়ন | ||||
ওয়ার্ড নম্বর ও ইউনিয়ন | আয়তন (বর্গ কিমি) | লোকসংখ্যা | শিক্ষার হার (%) | |
পুরুষ | মহিলা | |||
কোলাগাঁও ৭৩ | ১৫.২৯ | ১১৬৫৩ | ১১০৪৪ | ৪৮.৩০ |
চর পাথরঘাটা ২৭ | ১২.৭৯ | ১০৬৭৯ | ৮৬৯৪ | ৪৬.৬০ |
চর লক্ষ্যা ২৪ | ১৬.২০ | ১১৬৬১ | ১০২০৮ | ৪৬.৪০ |
জুলধা ৫৫ | ১৭.১২ | ৮৫০০ | ৭৫৬৬ | ৩৭.৯০ |
পশ্চিম গোমদন্ডি ৫০ | ১৬.০৮ | ১৭৩৪৬ | ১৬৫৪৭ | ৪৭.২০ |
বৈরাগ ১৯ (আংশিক) | ২১.৮৯ | ৬১১৬ | ৪৯৫০ | ৪৭.৪০ |
বড় উঠান ১৮ | ২২.২০ | ১৪২৩২ | ১৩১৮২ | ৪৬.৯০ |
শিকলবহা ৮৫ | ১৫.০২ | ১৪২৮৫ | ১২৪৮৫ | ৪৩.৩০ |
সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠান কাফকো এসি মসজিদ।
শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৪৫.৭০%; পুরুষ ৫০.৩০%, মহিলা ৪০.৭০%। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: আইয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজ, আছিয়া মোতালেব রিজিয়া নাছরিন স্কুল ও কলেজ, শাহ নেয়ামত (রঃ) গ্রামার স্কুল, ইউরেকা শিশু নিকেতন, উত্তর চরলক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাইল্ড কেয়ার প্রি-ক্যাডেট স্কুল, চরলক্ষ্যা সিরাজুল মুনির ওয়াইজুন্নুর গাউছিয়া দাখিল মাদ্রাসা, মেরিন একাডেমি ও বাংলাদেশ ফিশারিজ একাডেমি।
দর্শনীয় স্থান বা গুরুত্বপূর্ণ স্থাপনা পারকী সমুদ্র সৈকত, কর্ণফুলি ইপিজেড।
জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ১৮.০৪%, অকৃষি শ্রমিক ১০.০৯%, শিল্প ১.১৫%, ব্যবসা ১৭.২৫%, পরিবহণ ও যোগাযোগ ৬.৬৬%, নির্মাণ ২.০০%, ধর্মীয় সেবা ০.৫৭%, চাকরি ১৯.২৫%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ৪.৫১% এবং অন্যান্য ২০.৪৮%।
কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৩২.৬৪%, ভূমিহীন ৬৭.৩৬%।
শিল্প ও কলকারখানা এস আলম গ্রুপ, চেমন ইস্পাত লিমিটেড, টি.কে গ্রুপের সুতা কারখানা, জোবেদা স্টিল মিলস লিঃ, শিকলবাহা তাপবিদ্যুৎ কেন্দ্র, ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি, কাফকো, ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরি, কোরিয়ান ইপিজেড, জে বি অয়েল মিলস, জে বি ফুড ইন্ডাস্ট্রিজ, মৎস্য প্রক্রিয়াজাতকরণ ও শুটকি ফ্যাক্টরি এবং মধুমতি সল্ট ইন্ডাস্ট্রিজ।
হাটবাজার ফকিরনীর হাট, মহালখান বাজার, চরলক্ষ্যা বোর্ডবাজার, জামতলা বাজার ও ব্রিজঘাট বাজার উল্লেখযোগ্য।
প্রধান রপ্তানিদ্রব্য শুটকি মাছ, তৈরি পোশাক, ইউরিয়া সার, সিমেন্ট।
বিদ্যুৎ ব্যবহার এ থানার ৪৫% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।
পানীয়জলের উৎস নলকূপ ৯১.৬৭%, পুকুর ৩.১২%, ট্যাপ ১.৬৯% এবং অন্যান্য ৩.৫২%।
স্যানিটেশন ব্যবস্থা এ থানার ৩৭.৯৩% পরিবার স্বাস্থ্যকর এবং ৫১.০৮% পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ১০.৯৯% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই। [মোঃ আব্দুল বাতেন]
তথ্যসূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; কর্ণফুলি থানা মাঠ পর্যায়ের প্রতিবেদন ২০১০।