গোবিন্দদেব দর্শন গবেষণা কেন্দ্র
গোবিন্দদেব দর্শন গবেষণা কেন্দ্র প্রখ্যাত শিক্ষাবিদ ও দার্শনিক গোবিন্দচন্দ্র দেবের অর্থানুকূল্যে দর্শনের উচ্চতর চর্চা ও গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রতিষ্ঠিত একটি গবেষণা কেন্দ্র। ১৯৭১ সালের ২৬ মার্চ অধ্যাপক দেব শহীদ হলে পরের বছর ২০ ফেব্রুয়ারি বিভাগীয় ছাত্র-শিক্ষকদের সমন্বয়ে ‘দেব-স্মৃতি সংসদ’ গঠিত হয়। এ সংসদের প্রস্তাবে এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সুপারিশে ১৯৮০ সালের ১৫ ডিসেম্বর Dev Centre for Philosophical Studies নামে এ কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯১ সালের ৩১ জানুয়ারি কেন্দ্রের বাংলা নামকরণ করা হয় ‘গোবিন্দদেব দর্শন গবেষণা কেন্দ্র’। সাত সদস্যবিশিষ্ট একটি ব্যবস্থাপনা পরিষদ কর্তৃক এর কর্মকান্ড পরিচালিত হয়।
দেব-দর্শনসহ জীবনঘনিষ্ঠ ও কল্যাণমুখী দর্শনচর্চা, গবেষণা পত্রিকা প্রকাশ, দর্শনের গবেষণার জন্য বৃত্তি/ফেলোশিপ প্রদান, দেবের মৃত্যুবার্ষিকীতে দেব-স্মারক বক্তৃতামালার আয়োজন ইত্যাদি কেন্দ্রের কর্মকান্ডের আওতাভুক্ত। কেন্দ্রের পরিচালনায় ১৯৮১ সালের জুলাই থেকে ইংরেজি Philosophy and Progress এবং ১৯৮৪ সালের ডিসেম্বর থেকে বাংলা দর্শন ও প্রগতি নামে দুটি ষাণ্মাসিক (অনিয়মিত) গবেষণা পত্রিকা প্রকাশিত হচ্ছে। দেশ-বিদেশের খ্যাতনামা গবেষকদের রচনায় পত্রিকা দুটি সমৃদ্ধ। ১৯৮১ থেকে ১৯৯৮ পর্যন্ত মোট এগারোটি স্মারক বক্তৃতা দেব-স্মারক বক্তৃতা সংকলন নামে কেন্দ্র কর্তৃক কয়েকটি সংখ্যায় প্রকাশিত হয়েছে। [কালীপ্রসন্ন দাস]