আমীর
আমীর একটি মর্যাদাসূচক উপাধি। মুগল বা মুগল-পূর্ব যুগে এ উপাধি মুসলিম রাষ্ট্রের একজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাকে দেওয়া হতো। মুসলিম অভিজাত সমাজে আমীর উপাধি সিপাহসালার এবং মালিকের মধ্যবর্তী অবস্থানে ছিল। বুগরা খান তাঁর পুত্র কায়কোবাদকে (দিল্লির সুলতান, ১২৮৭-১২৯০ খ্রি.) উপদেশ প্রদানকালে সামরিক সংগঠনকে নিম্নরূপে বর্ণনা করেন: একজন সর-ই-খইল এর অধীনে দশজন অশ্বারোহী সৈন্য, একজন সিপাহসালার দশজন সর-ই-খইল পরিচালনা করেন, দশজন সিপাহসালারের ওপর একজন আমীরের কর্তৃত্ব, একজন মালিকের কর্তৃত্ব রয়েছে দশ জন আমীরের ওপর এবং একজন খান, দশজন মালিকের বাহিনী পরিচালনা করেন।
সুতরাং একজন আমীর কমপক্ষে ১০০০ অশ্বারোহী সৈন্য পরিচালনা করতেন। আকবরের সময়ে প্রাদেশিক শাসককে আমীরও বলা হতো। [আবদুল করিম]