খুলনা সিটি করপোরেশন

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২০:১০, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)

খুলনা সিটি করপোরেশন  আয়তন: ৪০.৭৯ বর্গ কিমি। অবস্থান: ২৪°৪৫´থেকে ২৪°৫৪´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°২৮´ থেকে ৮৯°৩৫´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে দীঘলিয়া উপজেলা ও খানজাহান আলী থানা,  দক্ষিণে বাটিয়াঘাটা উপজেলা, পূর্বে রূপসা ও দীঘলিয়া উপজেলা, পশ্চিমে ডুমুরিয়া উপজেলা।জনসংখ্যা ৭৭০৪৯৮; পুরুষ ৪২৩৪৯৬, মহিলা ৩৪৭০০২। জলাশয় প্রধান নদী:  রূপসা ও ভৈরব।

প্রশাসন খুলনা পৌরসভা গঠিত হয় ১২ ডিসেম্বর ১৮৮৪ সালে এবং মিউনিসিপ্যাল করপোরেশন ঘোষণা করা হয় ১২ ডিসেম্বর ১৯৮৪ সালে। খুলনা সিটি করপোরেশন ঘোষণা করা হয় ৬ আগস্ট ১৯৯০ সালে।

সিটি করপোরেশন

সিটি করপোরেশন #থানা #ওয়ার্ড #মহল্লা  #জনসংখ্যা #ঘনত্ব (প্রতি বর্গ কিমি) #শিক্ষার হার (%)

১ #৪+১ (আংশিক) #২৯+৪ (আংশিক) #১৪৫ #৭৭০৪৯৮#১৮৮৮৯ #৭১.৫২

থানা

থানা #আয়তন (বর্গ কিমি) #ওয়ার্ড #মহল্লা #জনসংখ্যা #ঘনত্ব (প্রতি বর্গ কিমি)#শিক্ষার হার (%)

কোতয়ালী ৫১ #৯.৪৫ #৯#৬৩ #২৫০৬৫১ #২৬৫২৪ #৭২.৮৬

খানজাহান আলী (আংশিক) ৪৮ #১.০৭ #    ১ (আংশিক) #২ #৫১৭৭ #৪৮৩৮ #৭৩.৩০

খালিশপুর ৪৫ #১১.৪৭ #৯+১ (আংশিক) #৪১ #২৩৫০১৮ #২০৪৯০ #৭৩.৭২

দৌ্লতপুর (আংশিক) ২১ #১০.৩৮ #৫+১ (আংশিক) #৩০ #১০৭৫৭৩ #১০৩৬৩ #৬৮.৮৫

সোনাডাঙ্গা ৮৫ #৮.৪২ #৬+১ (আংশিক) #৯ #১৭২০৭৯ #২০৪৩৭ #৬৮.৯১

সুল  আদমত্থমারি রিৃপাটহ ২০০১, বাংলাৃদশ পরিসংখ¿ান বু¿ৃরা।

এক নজরে খুলনা সিটি করপোরেশন

পৌরসভা গঠিত হয় #১২ ডিসেম্বর ১৮৮৪

মিউনিসিপ্যাল করপোরেশনে উন্নীত করা হয় #১২ ডিসেম্বর ১৯৮৪

সিটি কর্পোরেশনে উন্নীত করা হয় #৬ আগস্ট ১৯৯০

প্রথম মেয়র (মনোনীত) #কাজী আমিনুল হক

নির্বাচিত প্রথম মেয়র (জনগণ দ্বারা) #শেখ তৈয়বুর রহমান

বর্তমান মেয়র #তালুকদার আবদুল খালেক

ঘরবাড়ি (হোল্ডিং) #৫১৬৭৫

জনসংখ্যা #৮৮৪৪৪৫

জনসংখ্যার ঘনত্ব #১২৬১৬.৯০ (প্রতি বর্গ কিমি)

ওয়ার্ড সংখ্যা #৩১

ওয়ার্ড কমিশনার #৩১

সংরক্ষিত আসন #১০

পুলিশ স্টেশন #৩

হাসপাতাল #২

রাস্তা #৩৫৬.৬৪ কিমি

ড্রেন #৬৪২.১৮ কিমি

সুপার মার্কেট #৪

পার্ক #৬

কমিউনিটি সেন্টার #২০

জিমনেসিয়াম #৩

কবর স্থান ও শ্মশান #৮

বাস টার্মিনাল #২

ট্রাফিক সিগন্যাল #১৬

সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; মাঠ পর্যায়ের তথ্য।

খুলনা সিটি করপোরেশন


খুলনা সিটি করপোরেশন


তথ্যসূত্র  আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; খুলনা সিটি করপোরেশনের থানাসমূহের মাঠ পর্যায়ের রিপোর্ট ও সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন ২০০৭।