সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট জেলার টালিগড়ে অবস্থিত বাংলাদেশের চতুর্থ কৃষি বিশ্ববিদ্যালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ কর্তৃক প্রণীত ’’সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০০৬’’ এর প্রেক্ষিতে ২০০৬ সালের ৩রা অক্টোবর সিলেট সরকারী ভ্যাটেরিনারী কলেজ পুনর্গঠণ করে এ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। কৃষিবিজ্ঞানে উচ্চতর শিক্ষার প্রসার এবং কৃষির সঙ্গে সম্পৃক্ত আনুষঙ্গিক বিষয়ে উন্নত শিক্ষাদান, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তরের লক্ষ্যে এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয় ২০০৬ সালের ২রা নভেম্বর থেকেই। শুরুতে ভ্যাটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স নামে একটি অনুষদ থাকলেও বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার, ফিসারিজ এবং এগ্রিকালচারাল ইকোনমিক্র্ অ্যান্ড বিজনেস স্ট্যাডিজ নামে আরও তিনটি অনুষদ রয়েছে। এছাড়া এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ও ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি নামে নতুন দুইটি অনুষদ চালুর প্রক্রিয়াধীন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদে বর্তমানে মোট ৮৪জন শিক্ষক আছেন। [মোঃ হাসিনুর রহমান]