শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট
শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট (Institute of Child and Mother Health) ঢাকার মাতুয়াইলে প্রতিষ্ঠিত শিশু ও মায়ের জন্য একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র। ১৯৮১ সালে এটি প্রতিষ্ঠা করার জন্য প্রথম পদক্ষেপ গ্রহণ করা হয়। ১৯৮৯ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠানটির জন্য ১২.৬২ একর জমি অধিগ্রহণ করে। প্রকল্পটি ১৯৯১ সালে অনুমোদন পায় ও ১৯৯২ সালের জুলাই থেকে এর কার্যক্রম শুরু হয়। এ প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো মা ও শিশুস্বাস্থ্য এবং পুষ্টির অবস্থা নিরুপণ করা; রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা; কম খরচে উন্নত চিকিৎসা প্রদানের নিশ্চয়তা বিধান করা এবং স্বাস্থ্যকর্মীদের সেবার মান উন্নত করা।
এ প্রতিষ্ঠানে রয়েছে উচ্চশিক্ষিত ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এবং প্রায় ২৩০ জন কর্মকর্তা-কর্মচারী যার ৪৫% মহিলা। এ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী একজন পরিচালক। এখানে ৬৫ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল রয়েছে। প্রতিদিন এর বহির্বিভাগে প্রায় ১৫০০ মা ও শিশুকে সেবাদানের ব্যবস্থা রয়েছে। এখানে একটি উদরাময় এবং অপুষ্টির জরুরি চিকিৎসা কেন্দ্র রয়েছে যা ২৪ ঘণ্টা খোলা থাকে। প্রায় ৫ কিমি দূরে অবস্থিত এর জালকুড়ি শাখায় প্রতিদিন ২০০-৫০০ মা ও শিশু চিকিৎসা সেবা পেয়ে থাকে। এখানে শিশুচিকিৎসা, স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা এবং নার্সিং এর ওপর স্বল্পমেয়াদি স্নাতকোত্তর প্রশিক্ষণ কোর্স প্রদানের সুবিধা রয়েছে। স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসাবৃত্তির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের প্রশিক্ষণের জন্য এখানে প্রায় ৪০টি কোর্স শনাক্ত করা হয়েছে। [এস.এম হুমায়ুন কবির]