শালবাড়ি মসজিদ
শালবাড়ি মসজিদ ঠাকুরগাঁও জেলার সদর থানার রায়পুর ইউনিয়নের সিন্দুরনা গ্রামে অবস্থিত। ঠাকুরগাঁও সদর থেকে ২০ কিমি দক্ষিণ-পশ্চিম দিকে সিন্দুরনা গ্রাম। গ্রামটির পূর্বদিকে শালবাড়ি মসজিদ। মসজিদের আশেপাশে প্রচুর শালগাছ রয়েছে, তাই হয়ত জায়গাটির নাম শালবাড়ি।
মসজিদের নির্মাণকাল নির্দেশক শিলালিপিটি পরবর্তী সময়ে নির্মিত নিকটবর্তী একটি মসজিদে সংস্থাপিত আছে। ওই শিলালিপি থেকে জানা যায় ১২৯৫ বাংলা (১৮৮৮ খ্রি) সনে মসজিদটি নির্মিত হয়েছিল। শিয়াদের জন্য নির্মিত মসজিদের নির্মাতা ছিলেন পূর্ণিয়া জেলার শীতলপুর জমিদারের বংশধর। তারা সিন্দুরনা গ্রামে এসে বসবাস করেছিলেন।
বর্তমানে মসজিদটির সংস্কার করা হয়েছে। মসজিদের পূর্বদিক প্রসারিত করা হয়েছে। পশ্চিমদিকের বহির্দেয়ালে মিহরাবের বর্ধিত অংশটি ১৯৯৪ সালে নির্মিত।
মসজিদটি বর্গাকৃতির। এর বাইরের দিকের আয়তন ৫.২০ মি × ৫.২০ মি। এর পূর্ব দিকে ছিল ১.২০ মিটার প্রস্থবিশিষ্ট বারান্দা। বর্তমানে এই বারান্দাটিকে একটি কক্ষে রূপান্তরিত করা হয়েছে। মসজিদকক্ষে প্রবেশের জন্য রয়েছে তিনটি খিলান। মাঝের খিলানের প্রস্থ ০.৭০ মিটার এবং উচ্চতা ২.১৫ মিটার। পাশের দুটি খিলান সমমাপের এবং মাঝেরটির তুলনায় অপেক্ষাকৃত ছোট। মসজিদের কার্নিস সমান্তরাল। গম্বুজের ব্যাস ১৫.৩০ মিটার। মসজিদের চার কোণে রয়েছে চারটি কর্ণার টাওয়ার। মসজিদকক্ষের ভিতরে পশ্চিম দিকে রয়েছে তিনটি মিহরাব। মাঝের মিহরাবটি পাশের দুটির তুলনায় বড়। উত্তর ও দক্ষিণে রয়েছে দুটি জানালা। সমস্ত দেওয়াল প্লাস্টার করা। বর্তমানে কোন অলঙ্করণ দেখা যায় না। তবে স্থানীয়দের কাছ থেকে জানা যায় যে, এর ভেতরে এবং বাইরে ফুল-লতাপাতার নকশা ছিল। [সানিয়া সিতারা]