রাজা, সৈয়দ হাশিম
রাজা, সৈয়দ হাশিম (১৯১০-২০০৩) সরকারি কর্মকর্তা, পূর্ব পাকিস্তানের অস্থায়ী গভর্নর। পূর্ব পাকিস্তান সরকারের চীফ সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনকালে তাঁকে ১৯৬১ সালের ১ জুলাই অস্থায়ী গভর্নর নিয়োগ করা হয় এবং ৫ আগস্ট পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।
সৈয়দ হাশিম রাজা ১৯১০ সালের ১৬ ফেব্রুয়ারি ভারতের উত্তর প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৩০ সালে লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ১৯৩২ সালে রাষ্ট্রবিজ্ঞানে এম.এ. ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৩৪ সালে ভারতীয় সিভিল সার্ভিসে যোগ দেন এবং অক্সফোর্ডের জেসাস কলেজে অবেক্ষাধীন প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি সহকারি কালেক্টর ও ম্যাজিস্ট্রেট (১৯৩৪-৩৯), স্বরাষ্ট্র ও সাধারণ বিভাগের ডেপুটি সেক্রেটারি এবং প্রাদেশিক প্রেস অ্যাডভাইজর (১৯৪০-৪৩), লারকানা ও থারপারকার জেলায় (সিন্ধু) কালেক্টর ও জেলা ম্যাজিস্ট্রেট (১৯৪৩-৪৬), সিন্ধুর গভর্নরের সচিব (১৯৪৬-৪৭), পাকিস্তানের ফেডারেল রাজধানীর প্রথম প্রশাসক (১৯৪৮-৫১), সিন্ধু সরকারের শিক্ষা ও স্বাস্থ্য সচিব, সিন্ধুর ডেভেলপমেন্ট কমিশনার এবং সিন্ধু সরকারের চীফ সেক্রেটারি (১৯৫১-৫২), সিন্ধুর নির্বাচন কমিশনার (১৯৫৩), পাকিস্তান সরকারের তথ্য ও বেতার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (১৯৫৩) প্রভৃতি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
হাশিম রাজা বহুসংখ্যক গজল, নাজম ও শিয়া শোকগাথা এবং হামারি মাজিলেইন (আমাদের গন্তব্যস্থল) শিরোনামে উর্দু ভাষায় একটি গ্রন্থ রচনা করেন। তাঁকে ‘সিতারা-ই-কায়েদে আযম’ ও ‘সিতারা-ই-পাকিস্তান’ খেতাবে ভূষিত করা হয়।
তিনি ২০০৩ সালের ৩০ সেপ্টেম্বর করাচিতে মৃত্যুবরণ করেন। [আবু জাফর]