লস্কর উজির
লস্কর উজির সেনাবাহিনী অথবা সামরিক বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী। এ অর্থে তিনি ছিলেন মীর বখশীর সমতুল্য। আরাকানে রচিত বাংলা সাহিত্যে লস্কর উজির শব্দটির উল্লেখ পাওয়া যায় এবং কাজী দৌলত এবং আলাওলের কবিতায় এ নামের উল্লেখ আছে। [আবদুল করিম]