রহমান, আবুল ফায়েজ মুজিবুর
রহমান, আবুল ফায়েজ মুজিবুর (১৮৯৭-১৯৪৫) বিচারক। তিনি ১৮৯৭ সালের ২৩ সেপ্টেম্বর ফরিদপুর জেলার গের্দা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন মৌলবি আবদুর রহমান। ফরিদপুর জেলা স্কুল থেকে প্রবেশিকা পাশের পর তিনি ঢাকা কলেজ থেকে আইএসসি ও বিএসসি পাশ করেন। ১৯২০ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে এমএসসি ডিগ্রি লাভ করেন।
এ.এফ মুজিবুর রহমান ১৯২৩ সালে ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিচার বিভাগে যোগ দেন। ন্যায়বিচারের প্রতি তাঁর একনিষ্ঠতার বহিঃপ্রকাশ ঘটে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মামলার রায়ে। এ মামলায় অম্বিকা চক্রবর্তীর মৃত্যুদন্ডের রায়ের ক্ষেত্রে তিনি ট্রাইব্যুনালের অপর দুজন সদস্য এ.ডি সি উইলিয়মস এবং এন.এইচ মুখার্জির সাথে ভিন্নমত পোষণ করে রায় দেন। পরে শাস্তির কঠোরতা হ্রাস করে হাইকোর্ট অম্বিকা চক্রবর্তীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়।
এ.এফ মুজিবুর রহমান কলকাতা, আসাম, শান্তিপুর, ত্রিপুরা, নদীয়া, ময়মনসিংহ এবং কুষ্টিয়াসহ অবিভক্ত বাংলা ও আসামের বিভিন্ন স্থানে প্রায় বাইশ বছর বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯২৯ থেকে ১৯৩১ সাল পর্যন্ত ঢাকায় জেলা জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৪৫ সালের ১২ মে মৃত্যুবরণ করেন।
তাঁর মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদানের লক্ষ্যে ‘এ.এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন’ স্থাপন করা হয়। [এস.আর গজনভী]