শিমুল

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২৩:০২, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)
শিমুল

শিমুল  Bombacaceae গোত্রের বৃক্ষপ্রজাতি Bombax ceiba, ৩০-৪০ মিটার উঁচু, পত্রমোচী। প্রধান কান্ড সরল ও অবিভক্ত। অল্পবয়সী গাছে কাঁটা থাকলেও বয়স্ক গাছ সাধারণত নিষ্কণ্টক। বাকল ধূসর এবং রুক্ষ। লাল বা কমলা রঙের বড় বড় ফুল দেখতে আকর্ষণীয়। লম্বাটে ফল তুলাভরা। কাঠ নরম, হালকা, টেকসই নয়।

চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের বন ছাড়াও দেশের সর্বত্রই জন্মে। দেশলাই বাক্স ও কাঠি তৈরিতে এই কাঠ ব্যাপক ব্যবহূত হয়। এছাড়া শিমুল কাঠ প্যাকিং বাক্স, খেলনা, পেন্সিল, তক্তা ও কফিন ইত্যাদি তৈরিতে লাগে এবং চাহিদাও যথেষ্ট। শিমুল তুলা দিয়ে ভাল বালিশ ও গদি বনানো যায়। এই গাছের আঠা ও শিকড়ের ভেষজগুণ আছে।  [মো. মাহফুজুর রহমান]

আরও দেখুন তুলা