ময়নামতী টিলা ১এ
ময়নামতী টিলা ১-এ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তরে ময়নামতী বাসস্টপের কাছে অবস্থিত। এখানে সীমিত খনন কাজের ফলে ছয়টি দীর্ঘ দেয়াল, সোজা রাস্তা ও সংযোগ সড়ক, প্রবেশপথ এবং সামান্য পরিমাণে অন্যান্য নিদর্শন পাওয়া গেছে। এসব নিদর্শন থেকে বোঝা যায়, এখানে ১০টি আয়তাকার নির্মাণ এলাকা ছিল। এর পাঁচটিতে ছিল বড় আকারের নির্মাণ কাঠামো ও পাঁচটিতে মুক্তাঙ্গন এবং সেই সঙ্গে ছিল একটি সুনির্মিত প্রবেশপথ কমপ্লেক্স (১৩.৯ মি × ৯.৮ মি)। এগুলিকে কোন ধর্মীয় স্থাপনা বলে মনে হয় না। [এম হারুনুর রশিদ]