বোয়াল

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:৩৩, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)

বোয়াল (Freshwater shark)  Siluriformes বর্গের Siluridae গোত্রের স্বাদুপানির

বোয়াল

পরভুক মাছ, Wallago attu। ভারত, পাকিস্তান ও নেপালেও বোয়াল পাওয়া যায়। শিকারি স্বভাবের জন্যই বোয়ালকে স্বাদুপানির হাঙর বলে। দেশের নদীনালা, খালবিল, পুকুর ইত্যাদি খোলা বা বদ্ধ জলাশয়ে বোয়ালের বাস। এদের দৈর্ঘ্য হতে পারে ১.৫ মিটার পর্যন্ত। শরীর লম্বা, পাশে চ্যাপ্টা, অাঁশহীন, মাথা চ্যাপ্টা, দুটি লম্বা ও দুটি খাটো স্পর্শী থাকে। মুখ বড়, দুই চোয়ালেই ধারালো দাঁত সজ্জিত। নিচের চোয়াল উপরের চোয়ালের চেয়ে বড়। ফুলকার ছিদ্রগুলি চওড়া। চোখ গোলাকার, ত্বকে ঢাকা নয়, মুখকোণের ওপরে অবস্থিত; মুখের হাঁ প্রশস্ত। পৃষ্ঠপাখনা ছোট, বক্ষপাখনা লম্বা, লতি দুটি অসমান, উপরের লতি দীর্ঘতর। পার্শ্বরেখা দীর্ঘ। অত্যন্ত পেটুক ও মাছভুক বলে সাধারণত বোয়াল পুকুরে চাষ করা হয় না। জুলাই-আগস্ট এদের প্রজনন মৌসুম। পুকুর পানিতে ডুবে গেলে এরা প্রজননের জন্য অনেক সময় অগভীর এলাকায় যায় ও বাসা বানায় এবং পোনাদের কিছুকাল আগলে রাখে।

[মোঃ আনিসুল ইসলাম]